স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ আরও কমে ১.৭ লক্ষ; এই সংখ্যা মোট আক্রান্তের কেবল ১.৫৮%


পর পর দুই দিন ৫ লক্ষ ৭০ হাজারের বেশি টিকাকরণ

কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে ৩৫ লক্ষের বেশি সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে

Posted On: 30 JAN 2021 10:52AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ জানুয়ারি, ২০২১

ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৮২৪। এই সংখ্যা দেশে মোট করোনায় আক্রান্তের কেবনল ১.৫৮ শতাংশ।

৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় বেশি। কেরালায় সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার সর্বাধিক ১২.২০ শতাংশ। অন্যদিকে ছত্তিশগড়ে এই হার ৭.৩০ শতাংশ। অবশ্য ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার জাতীয় গড়ের তুলনায় কম।

ভারতে সুস্থতার সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় জাতীয় স্তরে আরোগ্য লাভের হার বেড়ে হয়েছে প্রায় ৯৭ শতাংশ। সুস্থতার হারের দিক থেকে বিশ্বে ভারত অগ্রণী স্থানে রয়েছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ৯ হাজার ১৬০। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৪ হাজার ৮০৮ জন।

কোভিড টিকাকরণ অভিযানে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। দেশে গত দু-দিনে ৫ লক্ষ ৭০ হাজারের বেশি ব্যক্তির টিকাকরণ হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত ৩৫ লক্ষ ২৭ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫ লক্ষ ৭১ হাজার ৯৭৪ জন সুফলভোগী টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ৬৩ হাজার ৬৮৭টি টিকাকরণ পর্ব আয়োজিত হয়েছে।

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকা গ্রহীতা সুফলভোগীর সংখ্যা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৭২৭

অন্ধ্রপ্রদেশ

১৭৯০৩৮

অরুণাচলপ্রদেশ

৯২৬৫

আসাম

৩৬৯৩২

বিহার

১১০৩৯৬

চন্ডীগড়

২৯৭৭

ছত্তিশগড়

৬২৫২৯

দাদরা ও নগর হাভেলী

৬০৭

দমন ও দিউ

৩৩৩

১০

দিল্লী

৪৮০০৮

১১

গোয়া

৩৩৯১

১২

গুজরাট

২২১৬৭৫

১৩

হরিয়ানা

১২৩৯৩৫

১৪

হিমাচলপ্রদেশ

২২৯১৮

১৫

জম্মু ও কাশ্মীর

২৬৬৩৪

১৬

ঝাড়খন্ড

৩৩১১৯

১৭

কর্ণাটক

৩০৭৮৯১

১৮

কেরালা

১৩৫৮৩৫

১৯

লাদাখ

৯৮৯

২০

লাক্ষ্মাদ্বীপ

৭৪৬

২১

মধ্যপ্রদেশ

২৪৬১৮১

২২

মহারাষ্ট্র

২৬১৩২০

২৩

মণিপুর

৩৩৯৯

২৪

মেঘালয়

৪২০০

২৫

মিজোরাম

৮৪৯৭

২৬

নাগাল্যান্ড

৩৯৭৩

২৭

ওড়িশা

২০৫২০০

২৮

পন্ডিচেরী

২২৯৯

২৯

পাঞ্জাব

৫৪৯৮৮

৩০

রাজস্থান

৩২৪৯৭৩

৩১

সিকিম

২০২০

৩২

তামিলনাড়ু

৯৭১২৬

৩৩

তেলেঙ্গানা

১৬৬৬০৬

৩৪

ত্রিপুরা

২৭৬১৭

৩৫

উত্তরপ্রদেশ

৪৬৩৭৯৩

৩৬

উত্তরাখন্ড

২৫৮১৮

৩৭

পশ্চিমবঙ্গ

২২১৯৯৪

অন্যান

৫০০৭৮

মোট

৩৫,০০,০২৭

দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৮৫.১০ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরালাতে একদিনেই সর্বাধিক ৬ হাজার ৩৯৮ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৩ জন। অন্যদিকে কর্ণাটকে সুস্থতার সংখ্যা ৬০৭। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮১.৯৫ শতাংশই ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৩.৯৪ শতাংশই মারা গেছেন ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্রে সর্বাধিক ৫৬ জনের মৃত্যু হয়েছে। কেরালায় মারা গেছেন ২২ জন এবং পাঞ্জাবে মৃত্যু হয়েছে ১১ জনের।

***

 

CG/BD/NS



(Release ID: 1693584) Visitor Counter : 173