স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
বিশ্বে অন্যতম সর্বাধিক, ভারতে করোনায় সুস্থতার হার এখন প্রায় ৯৭ শতাংশ ৩১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারেরও কম
কোভিড-১৯ টিকাকরণ অভিযানে ২৩.৫ লক্ষেরও বেশি সুফলভোগীর টিকাকরণ
Posted On:
28 JAN 2021 11:02AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২১
সুস্থতার সংখ্যা নিরন্তর বাড়তে থাকায় ভারতে করোনায় আরোগ্য লাভের হার বেড়ে প্রায় ৯৭ শতাংশ। দেশে সুস্থতার হার বিশ্বে অন্যতম সর্বাধিক।
ভারতে সুস্থতার মোট সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার ৬০৬। গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৪ হাজার ৩০১ জন।
ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৪০। এই সংখ্যা দেশে মোট আক্রান্তের কেবল ১.৬২ শতাংশ।
দেশে ৩১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারেরও কম। অবশ্য, সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের ৭৮ শতাংশই ৫টি রাজ্যের বাসিন্দা। রাজ্যগুলি হ’ল – কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ।
ভারতে আজ সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ অভিযানের আওতায় ২৩ লক্ষ ৫৫ হাজার ৯৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১০২টি টিকাকরণ পর্বে ৩ লক্ষ ২৬ হাজার ৪৯৯ জনের টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত ৪২ হাজার ৬৭৪টি টিকাকরণ পর্ব আয়োজিত হয়েছে।
ক্রমিক সংখ্যা
|
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
|
টিকা গ্রহিতা সুফলভোগীর সংখ্যা
|
|
|
|
১
|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
|
২,৩৮৫
|
২
|
অরুণাচল প্রদেশ
|
৭,৩০৭
|
৩
|
অন্ধ্রপ্রদেশ
|
১,৬৩,৭২৭
|
৪
|
আসাম
|
১৯,৯৪৫
|
৫
|
বিহার
|
৮৯,০৭৪
|
৬
|
চন্ডীগড়
|
২,৩৫৫
|
৭
|
ছত্তিশগড়
|
৫১,৬৪৭
|
৮
|
দাদরা ও নগর হাভেলী
|
৩৪৫
|
৯
|
দমন ও দিউ
|
৩২০
|
১০
|
দিল্লি
|
৩৯,৭৬৪
|
১১
|
গোয়া
|
২,৩১১
|
১২
|
গুজরাট
|
৯৪,৫২৪
|
১৩
|
হরিয়ানা
|
১,০৯,৭৮২
|
১৪
|
হিমাচল প্রদেশ
|
১৪,০৫৪
|
১৫
|
জম্মু ও কাশ্মীর
|
১৬,৩৩১
|
১৬
|
ঝাড়খন্ড
|
২৪,০২০
|
১৭
|
কর্ণাটক
|
২,৬৭,৮১১
|
১৮
|
কেরল
|
৮২,৯৭০
|
১৯
|
লাদাখ
|
৮১৮
|
২০
|
লক্ষাদ্বীপ
|
৭৪৬
|
২১
|
মধ্যপ্রদেশ
|
১,৩১,৬৭৯
|
২২
|
মহারাষ্ট্র
|
১,৭৯,৫০৯
|
২৩
|
মণিপুর
|
২,৮৫৫
|
২৪
|
মেঘালয়
|
৩,২৪৯
|
২৫
|
মিজোরাম
|
৬,১৪২
|
২৬
|
নাগাল্যান্ড
|
৩,৯৭৩
|
২৭
|
ওডিশা
|
১,৭৮,২২৭
|
২৮
|
পন্ডিচেরী
|
১,৮১৩
|
২৯
|
পাঞ্জাব
|
৪৪,৭০৮
|
৩০
|
রাজস্থান
|
২,৩৭,১৩৭
|
৩১
|
সিকিম
|
১,৩২০
|
৩২
|
তামিলনাডু
|
৮২,০৩৯
|
৩৩
|
তেলেঙ্গানা
|
১,৩০,৪২৫
|
৩৪
|
ত্রিপুরা
|
১৯,৬৯৮
|
৩৫
|
উত্তর প্রদেশ
|
১,২৩,৭৬১
|
৩৬
|
উত্তরাখন্ড
|
১৪,৬৯০
|
৩৭
|
পশ্চিমবঙ্গ
|
১,৫৮,১৯৩
|
৩৮
|
অন্যান্য
|
৪৬,৩২৫
|
|
মোট
|
২৩,৫৫,৯৭৯
|
দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৭৭.৮৪ শতাংশই ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৫ হাজার ৬ জন আরোগ্য লাভ করেছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫৬ জন। কর্ণাটকে সুস্থতার সংখ্যা ৯৪৪।
দেশে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৬৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮১.৯৬ শতাংশই ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। কেরলে সর্বাধিক ৫ হাজার ৬৫৯ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৭১। অন্যদিকে, তামিলনাডুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১২ জন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৫.৬১ শতাংশই মারা গেছেন ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্রে সর্বাধিক ৩২ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ২০ জন এবং পাঞ্জাবে ১০ জনের মৃত্যু হয়েছে।
***
CG/BD/SB
(Release ID: 1692915)
Visitor Counter : 244
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam