স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে নমুনা পরীক্ষায় অভাবনীয় বৃদ্ধি হয়ে ১৮ কোটিরও বেশি

Posted On: 09 JAN 2021 12:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জানুয়ারি, ২০২১

 

ভারতে কোভিড নাইন্টিনে নমুনা পরীক্ষার হারের অভাবনীয় বৃদ্ধি হয়েছে। আজকে এই সংখ্যা ১৮ কোটি অতিক্রম করেছে। নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮,০২,৫৩,৩১৫। গত ২৪ ঘন্টায় মোট ৯,১৬,৯৫১ টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারের সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ২৩১৬। এরমধ্যে ১২০১ টি সরকারি পরীক্ষাগার এবং ১১১৫ টি বেসরকারি পরীক্ষাগার রয়েছে।

জাতীয় পর্যায়ে কোভিভে আক্রান্তের সংখ্যা দৈনিক হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫.৭৯ শতাংশ। গত ৫ মাসে যা সবচেয়ে কম।

তবে ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ‌আক্রান্তের সংখ্যা জাতীয় পর্যায়ের থেকেও কম। বিহারে এই সংখ্যা নেমে হয়েছে ১.৪৪ শতাংশ।

কোভিডে সুস্থতার সংখ্যা আজ বেড়ে হয়েছে ১০,০৫৬,৬৫১। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৪১ শতাংশ।আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার সংখ্যার মধ্যে ব্যবধান বেড়ে হয়েছে ৯,৮৩২,৪৬১। দশটি রাজ্যে নতুন করে এই সুস্থতার হার ৭৮.৮৯ শতাংশ। এরমধ্যে কেরালা মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ রয়েছে। গতকাল ভ্যাকসিনের জন্য মহড়া হয়েছে ৩৩ টি রাজ্যের ৬১৫টি জেলায়।

***

 

 

CG/SB


(Release ID: 1687316) Visitor Counter : 241