স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দৈনিক মৃত্যুর সংখ্য ক্রমশই কমছে ; বিগত ১২ দিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০-র নীচে রয়েছে
Posted On:
06 JAN 2021 11:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ জানুয়ারি, ২০২১
ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমশই কমছে। বিগত ১২ দিনে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০-র নীচে রয়েছে।
করোনা সংক্রমণ রোধে লাগাতার দ্রুত অনুসন্ধান ও অনুসরণ, ব্যাপকহারে পরীক্ষা, সুনির্দিষ্ট নিয়ম মেনে যথাযথ চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি বিষয় কার্যকর করার ফলে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।
রাজ্য/কেন্দ্রশাসিত সরকারগুলি প্রাথমিকভাবে করোনা সংক্রণ সনাক্তকরণ, তাৎক্ষণিক আইসোলেশনের ব্যবস্থা এবং হাসপাতালে ভর্তি ও সময়োচিত চিকিৎসা ব্যবস্থাপনার ফলস্বরূপ দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমশই নীচে নেমে এসেছে।
ভারতে বিগত ৭ দিনে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ১ জন করে ব্যক্তির করোনা সংক্রমণে মৃত্যু হচ্ছে। এটি কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ সংক্রমণ পরিচালন এবং প্রতিরোধ নীতি কার্যকর করে তোলার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য।
ভারতে দৈনিক সংক্রণের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বর্তমানে দেশে ২ লক্ষ ২৭ হাজার ৫৪৬ জন করোনায় সংক্রমিত রয়েছেন। অর্থাৎ দেশে মোট এখন সক্রিয় রোগীর হার ২.১৯ শতাংশ।
দৈনিক সংক্রমিত রোগী থেকে আরোগ্য রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৩১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
বিগত কয়েক দিনে দৈনিক সংক্রমণের সংখ্যা ২০,০০০-এর নীচে রয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
বিগত ৭ দিনে দেশে প্রতি ১০ লক্ষে ৯৬ জন নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ইতালি, আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলিতে সংক্রমণের সংখ্যা অনেক বেশি।
আজ পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৭২ জন। দেশে করোনায় আরোগ্যের হার দাঁড়িয়েছে ৯৬.৩৬ শতাংশ।
১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আরোগ্যের হার হয়েছে ৭৬.৪৮ শতাংশ।
কেরালায় একদিনে ৪,৯২২ জন রোগী কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ২,৮২৮ এবং ছত্তিশগড়ে ১,৬৫১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
১০রটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৯.০৫ শতাংশ।
কেরালায় গত ২৪ ঘন্টায় ৫,৬১৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে ৩,১৬০ এবং ছত্তিশগড়ে ১,০২১ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।
১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ৬৪, ছত্তিশগড়ে ২৫ এবং কেরালায় ২৪ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটেনে প্রথম পাওয়া নোভেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জেরে দেশে এখন সংক্রমণের সংখ্যা ৭১-এ দাঁড়িয়েছে।
***
CG/SS/SKD
(Release ID: 1686546)
Visitor Counter : 268
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam