তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫১তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর মিডিয়া রেজিস্ট্রেশন শুরু

Posted On: 30 DEC 2020 11:13AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২০

 

 ৫১তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) আগামী ১৬-২৪ জানুয়ারি গোয়ায় আয়োজিত হবে। এই চলচ্চিত্র উৎসবে আগ্রহী মিডিয়া প্রতিনিধিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। কোভিড-১৯ মহামারীর দরুণ এবারের চলচ্চিত্র উৎসব হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রান্ত প্রোটোকলগুলি মেনে চলার জন্য এবারের উৎসবে গণমাধ্যমগুলির প্রতিনিধিদের সংখ্যা সীমিত রাখা হচ্ছে। আগ্রহী গণমাধ্যম কর্মীরা উৎসবে সামিল হওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করতে পারেন। লিঙ্কটি হল - 

https://my.iffigoa.org/extranet/media/ 

 

নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কর্মীকে ২০২০-র ১ জানুয়ারি পর্যন্ত ২১ বছর বয়সের বেশি হতে হবে এবং কমপক্ষে তিন বছর অগ্রণী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলি কভার করার পেশাদারী অভিজ্ঞতা থাকতে হবে। পিআইবি-র প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেলের পক্ষ থেকে অনুমোদিত নীতি-নির্দেশিকা অনুসারে মিডিয়া অ্যাক্রিডিটেশন করা যাবে। আগামী ১০ জানুয়ারি মধ্যরাত্রি পর্যন্ত এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলবে। 

***

 

 

CG/BD/DM


(Release ID: 1684776)