স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ২.৮১ লক্ষ, যা মোট সংক্রমিতের ২.৭৮ শতাংশ


৯৭ লক্ষের বেশি সংক্রমিত কোভিড মুক্ত হয়েছেন

Posted On: 25 DEC 2020 11:35AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ ডিসেম্বর, ২০২০

ভারতে আজ চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা ৩ শতাংশের কম- মোট সংক্রমিতের ২.৭৮ শতাংশ। প্রতিদিন সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা আজ ২,৮১,৯১৯ জন।

গত ২৮ দিন ধরে ভারতে নতুন করে সংক্রমিতের থেকে বেশি মানুষ কোভিড মুক্ত হচ্ছেন। ২৩ হাজার ৬৭ জন একদিকে যেমন সংক্রমিত হয়েছেন অন্যদিকে এই একই সময়ে ২৪ হাজার ৬৬১ জন আরোগ্য লাভ করায় গত ২৪ ঘন্টায় সংক্রমিত চিকিসাধীনের সংখ্যা ১৯৩০ জন কমেছে।

প্রতি ১০ লক্ষ জনের হিসেবে ভারতে সংক্রমিতের সংখ্যা বেশ কম- ৭৩৫২। পশ্চিমী দুনিয়ায় প্রতি ১০ লক্ষ জনে ৯৯৩১ জন সংক্রমিত হচ্ছেন।

দেশে আরোগ্য লাভের হার আজকের হিসেবে ৯৫.৭৭ শতাংশ- নতুন করে ৯৭,১৭,৮৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে ৭৫.৮৬ শতাংশ ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস করেন। নতুন করে কেরালায় ৪৮০১ জন, মহারাষ্ট্রে ৩১৭১ জন ও পশ্চিমবঙ্গে ২০৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন সংক্রমিতদের ৭৭.৩৮ শতাংশ বাস করেন। কেরালায় ৫১৭৭, মহারাষ্ট্রে ৩৫৮০ এবং পশ্চিমবঙ্গে ১৫৯০ জন গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন।

সংক্রমিতের মধ্যে যে ৩৬৬ জন গত ২৪ ঘন্টায় মারা গেছেন তার মধ্যে ৮১.৫৫ শতাংশ মৃত্যু খবর এসেছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্রে ৮৯ জন, দিল্লী ৩৭ জন ও পশ্চিমবঙ্গে ৩২ জন সংক্রমিতের মৃত্যুর খবর নতুন ভাবে এসেছে। ভারতে অন্যান্য দেশের তুলানায় প্রতি ১০ লক্ষ জনের হিসেবে মৃত্যুর পরিমাণ বেশ কম, এই সংখ্যা ১০৬। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

***

 

CG/CB/NS


(Release ID: 1683673) Visitor Counter : 149