স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৯৫ শতাংশ যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ

Posted On: 15 DEC 2020 10:42AM by PIB Kolkata

নতুন দিল্লী, ১৫ ডিসেম্বর, ২০২০

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ১০০। টানা ১৬১ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ২২ হাজার ০৬৫ এর মধ্যে রয়েছে। এর পাশাপাশি করোনায় সুস্থতার সংখ্যা প্রতিদিন বিপুলভাবে বাড়ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে হয়েছে ৩ লক্ষ ৩৯ হাজার ৮২০। অন্যদিকে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ লক্ষ ২২ হাজার ৬৩৬।  আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার সংখ্যার মধ্যে ব্যবধান বেড়ে হয়েছে ৯০ লক্ষ ৮২ হাজার ৮১৬। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ১২ শতাংশ। সুস্থতার নিরিখে ভারত সারাবিশ্বে প্রথম সারিতে রয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৩৪ হাজার ৪৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

***

 

 

CG/SB



(Release ID: 1680799) Visitor Counter : 140