প্রধানমন্ত্রীরদপ্তর

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

Posted On: 23 NOV 2020 6:32PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৩শে নভেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, “শ্রী তরুণ গগৈ জি একজন জনপ্রিয় নেতা ও প্রবীণ প্রশাসক ছিলেন। আসাম ও কেন্দ্রে তাঁর অনেক দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। দুঃখের এই সময়ে তাঁর পরিবার ও সমর্থকদের  সমবেদনা জানাই। ওঁ শান্তি।“

***

 

CG/CB


(Release ID: 1675199) Visitor Counter : 151