স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে সংক্রমিত চিকিৎসাধীনদের সংখ্যা হ্রাস অব্যাহত
Posted On:
10 OCT 2020 11:18AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১০ অক্টোবর, ২০২০
ভারতে সংক্রমিত চিকিৎসাধীনদের সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে। একমাস পার হয়ে যাওয়ার দ্বিতীয় দিনেও সংক্রমিত চিকিৎসাধীনদের সংখ্যা ৯ লক্ষে নিচে রয়েছে।
ভারতে সংক্রমিত চিকিৎসাধীনদের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮৩ হাজার ১৮৫।
বর্তমানে দেশে সংক্রমিত চিকিৎসাধীনদের হার ১২.৬৫ শতাংশ।
দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২২। গত ২৪ ঘন্টায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৮২ হাজার ৭৫৩ জন। এই নিয়ে দেশে আরোগ্যের হার ৮৫.৮১ শতাংশ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ২৭২ জন।
১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আরোগ্য লাভের হার জাতীয় গড়ের থেকে বেশি। কেন্দ্রের করোনা সংক্রমণ মোকাবিলায় পরীক্ষা, অনুসন্ধান, দ্রুত হাসপাতালে ভর্তি এবং সুর্নিদিষ্ট চিকিৎসাধীনদের কার্যকর করার ফলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনা সংক্রমণ প্রতিরোধে সুফল মিলেছে।
১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আরোগ্যের হার ৭৬ শতাংশ পৌঁছেছে।
মহারাষ্ট্রে একদিনে ১৭ হাজার রোগী করোনা থেকে আরোগ্য লাভ করেছে।
১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা সংক্রমণের হার ৭৯ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার জন। এরপরই রয়েছে কর্ণাটক। সেখানে গত একদিনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯২৬ জনের। এরমধ্যে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার সব থেকে বেশি। মহারাষ্ট্রে একদিনে ৩০২ জনের মৃত্যু হয়েছে।
CG/SS/NS
(Release ID: 1663386)
Visitor Counter : 128
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam