উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
কিংবদন্তী সংগীত শিল্পী শ্রী এস.পি বালাসুব্রহ্মনিয়মের মৃত্যুতে উপরাষ্ট্রপতির শোকপ্রকাশ
प्रविष्टि तिथि:
25 SEP 2020 2:16PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ সেপ্টেম্বর, ২০২০
উপরাষ্ট্রপতি কিংবদন্তী সংগীত শিল্পী শ্রী এস.পি বালাসুব্রহ্মনিয়মের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে উপরাষ্ট্রপতি জানিয়েছেন-
‘শ্রী এস.পি বালাসুব্রহ্মনিয়মের মৃ্ত্যুর খবর শুনে আমি হতবাক হয়ে গেছি। আমি তাঁকে বেশ কয়েক দশক ধরে চিনি। এটি সত্যিই সংগীত জগতে অপূরণীয় ক্ষতি এবং ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গভীর আবেগঘন মুহুর্ত। তাঁর অসংখ্য গুণগ্রাহী তাঁকে এসপিবি বা বালু নামেই ডাকতেন। আমার জন্মস্থান নেল্লোর থেকেই তিনি এসেছিলেন। তাঁর অসামান্য সুর, মাতৃভাষার প্রতি তাঁর অনুরাগ, ভালোবাসা এবং তাঁর অসামান্য কর্মকান্ড তরুণ প্রজন্মের সংগীত শিল্পীকে অনুপ্রাণিত করেছিল।
তাঁর প্রয়াণে আমার এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সংগীত প্রেমীদের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। দুর্ভাগ্যক্রমে এই করোনার জন্যই তাঁর মলিন কন্ঠ নিঃশব্দ হয়ে গেলে। কিন্তু অমলিন হাসি এবং হাস্যরস আমাদের স্মৃতিতে চিরকাল আবদ্ধ থাকবে। তাঁর অসাধারণ গানগুলি আমাদের কানে আগামীদিনও বেজে উঠবে এবং দীর্ঘদিন ধরে আমাদের চেতনায় অনুরণিত হবে।
আমি এই কিংবদন্তী সংগীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁকে গভীরভাবে জানতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাঁর পরিবারের এই অপ্রত্যাশিত ক্ষতির মুহুর্তে শক্তি দান করার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1659197)
आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam