নির্বাচনকমিশন
বিভিন্ন রাজ্যে উপ-নির্বাচনের আয়োজন
Posted On:
04 SEP 2020 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ সেপ্টেম্বর, ২০২০
বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনের বিষয় নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বর্তমানে ৬৫টি বিধানসভা/সংসদীয় এলাকায় খালি আসনে উপ-নির্বাচন বাকি রয়েছে। এরমধ্যে ৬৪টি বিধানসভা এবং ১টি সংসদের আসন রয়েছে।
কমিশন এদিন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব/মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে এই রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি যেমন- মহামারীর অবস্থা, বৃষ্টিপাত ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, বিহারের বিধানসভা নির্বাচন এখনও বাকি রয়েছে। ঐ রাজ্যে চলতি বছরের ২৯শে নভেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন করার প্রয়োজন। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বিহারে বিধানসভা নির্বাচনের সময় ওই ৬৫টি আসনে উপ-নির্বাচন সম্পন্ন করা হবে। এর পাশাপাশি এদিনের বৈঠকে সিএপিএফ/ আইন-শৃঙ্খলার বিষয় সহ অন্যান্য দিকগুলি নিয়েও আলোচনা হয়। বিহারে নির্ধারিত বিধানসভা নির্বাচনের পাশাপাশি এই উপ-নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে কমিশন যথেষ্টই তৎপর।
CG/SS/NS
(Release ID: 1651569)
Visitor Counter : 179