স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য


দৈনিক ২ লক্ষ লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে

কোভিড-১৯ এর নমুনা ১০০০টি কেন্দ্রে পরীক্ষা করা হচ্ছে

Posted On: 24 JUN 2020 3:05PM by PIB Kolkata

নতুনদিল্লী, জুন, ২০২০  

 

 

 দেশ জুড়ে নমুনা পরীক্ষার সুযোগ বৃদ্ধির ফলে গত চব্বিশ ঘন্টায় দুই লক্ষের বেশী নমুনা পরীক্ষা হয়েছে, যার পরিমাণ সর্বোচ্চ।  গতকাল  ২,১৫,১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পর্যন্ত মোট ৩,৫২,৯১১টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে সরকারী পরীক্ষাগারে ১,৭১,৫৮৭টি ও বেসরকারী পরীক্ষাগারে ৪৩,৬০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। বেসরকারি পরীক্ষাগারগুলিও সর্বোচ্চ পরিমাণ নমুনা পরীক্ষা করেছে।  

 

  নমুনা পরীক্ষা করার জন্য দেশে পরীক্ষাগারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে সরকারী পরীক্ষাগার ৭৩০টি বেসরকারি পরীক্ষাগার ৭০টি ౼অর্থাৎ মোট ১০০০টি পরীক্ষাগার এই মুহূর্তে দেশের নানা প্রান্তে রয়েছে। এর মধ্যে ৩৫টি সরকারী ১৯টি বেসরকারী পরীক্ষাগারে ( মোট ৫৫ টি) রিয়েল টাইম পিসিআরের মাধ্যমে, ৩৪টি সরকারি ২০টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৩৬টি) ট্রুন্যাটের মাধ্যমে এবং ২৮টি সরকারি টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৮০টি) সিবিন্যাটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।       

   

 কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বৃদ্ধি পেয়ে হয়েছে  ৫৬.৭১শতাংশ। ১০,৪৯৫ জন রোগী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ,৫৮,৬৮৪জন। বর্তমানে ,৮৩.০২২ জন কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।     

 

কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।

 

  কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in  অথবা  ncov2019[at]gov[dot]in - এই দুটি  -মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva- প্রশ্ন করা যাবে।  এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা পেতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন -   

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

 

 

 

CG/CB


(Release ID: 1634090) Visitor Counter : 233