স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিডের সর্বশেষ পরিস্থিতি

Posted On: 17 JUN 2020 2:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুন, ২০২০

 



বিগত ২৪ ঘণ্টায় ৬,৯২২ জন ব্যক্তি কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৪ জন রোগী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৫২.৮০ শতাংশ। বর্তমানে ১লক্ষ ৫৫ হাজার ২২৭ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

 সরকারী ল্যাবের সংখ্যা বাড়িয়ে ৬৭৪ এবং বেসরকারী ল্যাবের সংখ্যা বৃদ্ধি করে  ২৫০ অর্থাৎ মোট ৯২৪ টি ল্যাব করা হয়েছে।  এর মধ্যে-

 রিয়েল-টাইম আরটি পিসিআর ভিত্তিক পরীক্ষার জন্য ল্যাব হল ৫৩৫টি। (সরকারী: ৩৪৭ + বেসরকারী: ১৮৮)।

 ট্রুনাট ভিত্তিক পরীক্ষাগুলি জন্য ল্যাব হল ৩১৬টি। (সরকারী: ৩০২ + বেসরকারী: ১৪)

 সিবিএনএএটি ভিত্তিক পরীক্ষার জন্য ল্যাব হল  ৭৩টি। (সরকারী: ২৫+ বেসরকারী: ৪৮)।

 গত ২৪ ঘন্টায়, ১,৬৩,১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  এখন পর্যন্ত ৬০,৮৪,২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 কোভিড-১৯ সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়, নির্দেশিকা এবং পরামর্শ সম্পর্কিত সমস্ত নির্ভূল এবং সর্বশেষ পরিস্থিতি জানার জন্য   https://www.mohfw.gov.in/  এবং @MOHFW_INDIA দেখা যেতে পারে।

 কোভিড-১৯ সম্পর্কিত প্রযুক্তিগত জিজ্ঞাসাগুলি ncov2019[at]gov[dot]in  এবং @ কোভিড ইন্ডিয়াসেবাতে পাঠানো যেতে পারে।

 কোভিড-১৯-সম্পর্কিত কোনও প্রশ্নের ক্ষেত্রে, দয়া করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের + 91-11-23978046 বা 1075 টোল-ফ্রি নম্বরে ফোন করুন। কোভিড-১৯-সম্পর্কিত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হেল্পলাইন নম্বরগুলির তালিকা https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf তেও পাওয়া যাবে।

 



CG/SS



(Release ID: 1632093) Visitor Counter : 164