প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                
                    
                    
                        রাজকীয় এশিয়ান সিংহের সংখ্যা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 JUN 2020 8:05PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ১০ জুন, ২০২০
 
গুজরাটের গির অরণ্যে রাজকীয় এশিয়ান সিংহের সংখ্যা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন।
এক ট্যুইট বার্তায় বলেন, “খুব ভালো দুটি খবর আছে : গুজরাটের গির অরণ্যে রাজকীয় এশিয়ান সিংহের সংখ্যা প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদের বিচরণ ক্ষেত্রও ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
গুজরাটের জনসাধারণ এবং যাঁদের উদ্যোগে এই দারুণ কাজটি সম্পন্ন হয়েছে, তাঁরা সকলেই প্রশংসার যোগ্য।
গত কয়েক বছর ধরে গুজরাটে সিংহের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এলাকার মানুষের অংশগ্রহণ, প্রযুক্তির ব্যবহার, বন্যপ্রাণীদের স্বাস্থ্য পরিষেবা, যথাযথ বাসভূমি ব্যবস্থাপনা এবং মানুষ ও সিংহের মধ্যে দ্বন্দ্ব কমানোয় এই সাফল্য এসেছে। আশা করছি, এই ইতিবাচক প্রবণতা বজায় থাকবে।”
 
 
CG/CB/DM 
                
                
                
                
                
                (Release ID: 1630772)
                Visitor Counter : 233
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam