রেলমন্ত্রক
ভারতীয় রেল আজ নতুন দিল্লি থেকে তিনটি স্পেশাল ট্রেন চালানো শুরু করল
নতুনদিল্লি বিলাসপুর স্পেশাল ট্রেনে ১১৭৭জন, নতুনদিল্লি ডিব্রুগড় স্পেশাল ট্রেনে ১১২২ জন ও নতুনদিল্লি বেঙ্গালুরু স্পেশাল ট্রেনে ১১৬২ জন টিকিট কেটেছেন
Posted On:
12 MAY 2020 3:24PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১২ই মে,২০২০
০২৪৪২ নতুনদিল্লি থেকে বিলাসপুরগামী বিশেষ ট্রেনটি আজ ১২ই মে নতুনদিল্লি স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। কোভিড-১৯ এর কারণে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করে দেবার পর আজ আবার নতুনদিল্লি থেকে ট্রেনের যাত্রা শুরু হল। নতুন দিল্লি থেকে তিনটি ও দেশের অন্য পাঁচটি শহর থেকে দিল্লির উদ্দেশ্যে বিশেষ ট্রেন আজ ছেড়েছে/ ছাড়বে। এই ট্রেনগুলি শ্রমিক স্পেশাল ট্রেনের অতিরিক্ত।
নতুন দিল্লি থেকে যে ট্রেনগুলি ছেড়েছে/ছাড়বেঃ-
ক্রমিক সংখ্যা ট্রেন নং যাত্রা শুরু করবে গন্তব্য
১ 0২৬৯২ নতুনদিল্লি বেঙ্গালুরু
২ ০২৪২৪ নতুনদিল্লি ডিব্রুগড়
৩ ০২৪৪২ নতুনদিল্লি বিলাসপুর
নতুনদিল্লি-বিলাসপুর স্পেশাল ট্রেনে ৭৪১টি পিএনআর-এর মাধ্যমে ১১৭৭ জন যাত্রী, নতুনদিল্লি-ডিব্রুগড় স্পেশাল ট্রেনে ৪৪২টি পিএনআর-এর মাধ্যমে ১১২২ জন যাত্রী,নতুনদিল্লি-বেঙ্গালুরু স্পেশাল ট্রেনে ৮০৪ টি পিএনআর-এর মাধ্যমে ১১৬২ জন যাত্রী টিকিট কেটেছেন।
নতুনদিল্লি সহ বিভিন্ন শহর থেকে আজ মোট ৮টি ট্রেন ছেড়েছে/ছাড়বেঃ-
ক্রমিক সংখ্যা ট্রেন নং যাত্রা শুরু করবে গন্তব্য
১ ০২৩০১ হাওড়া নতুনদিল্লি
২ ০২৯৫১ মুম্বাই সেন্ট্রাল নতুনদিল্লি
৩ ০২৯৫৭ আহমেদাবাদ নতুনদিল্লি
৪ ০২৩০৯ রাজেন্দ্রনগর (টি) নতুনদিল্লি
৫ ০২৬৯১ বেঙ্গালুরু নতুনদিল্লি
৬ 0২৬৯২ নতুনদিল্লি বেঙ্গালুরু
৭ ০২৪২৪ নতুনদিল্লি ডিব্রুগড়
৮ ০২৪৪২ নতুনদিল্লি বিলাসপুর
CG/CB
(Release ID: 1623334)
Visitor Counter : 228
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada