স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড – ১৯ এর সর্বশেষ তথ্য


এপর্যন্ত ২০,৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সুস্থ হয়ে ওঠার হার ৩১.১৫%

Posted On: 11 MAY 2020 5:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মে, ২০২০

 



শেষ পাওয়া খবরে দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ২০,৯১৭ জন। মোট আক্রান্তের ৩১.১৫ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  আক্রান্তের সংখ্যা ৬৭,১৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,২১৩ জন।


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন জানান, কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভুমিকায় দেশ গর্বিত। তিনি বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সম্মান, সহযোগিতা ও সমর্থন করতে হবে। কেউ যেন তাঁদের সমাজে একঘরে না করেন সেদিকে নজর রাখতে হবে। 


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কোভিড-১৯ এর জেলা স্তরে নজরদারীর বিষয়ে নির্দেশিকা জারী করেছে। এই নির্দেশিকাটি  দেখতে হলে, নীচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.mohfw.gov.in/pdf/DistrictlevelFacilitybasedsurveillanceforCOVID19.pdf



কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।



কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in  অথবা  ncov2019[at]gov[dot]in - এই দুটি  ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে।  এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন -
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

 

 



CG/CB


(Release ID: 1623059) Visitor Counter : 190