প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ভারতের উন্নয়নে আর্থিক, পরিকাঠামো এবং কল্যাণমূলক পদক্ষেপগুলি নিয়ে বিশদে বৈঠক করেছেন

Posted On: 02 MAY 2020 10:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২মে, ২০২০

 



প্রধানমন্ত্রী  বর্তমান পরিস্থিতিতে দেশের  উন্নয়ন ও কল্যাণে আর্থিক ক্ষেত্রে গৃহীত  পদক্ষেপের পাশাপাশি পরিকাঠামোগত সংস্কার ও কৌশল নিয়ে আলোচনা করার জন্য বিশদে বৈঠক করেছেন।


 কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কর্মকর্তাদের সাথে এই বৈঠকে প্রধানমন্ত্রী অতি ক্ষুদ্র,ক্ষুদ্র ও মাঝারি শিল্প  উদ্যোগ (এমএসএমই), কৃষকদের সহায়তাদান এবং ব্যাংকের হাতে নগদ বৃদ্ধি ও ঋণদান  ব্যবস্থাপনাকে আরো  শক্তিশালী করতে প্রয়োজনীয় কৌশল এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং  ব্যবসায়িক ক্ষেত্রেকে দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন।


 শ্রমিক এবং সাধারণ মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর বাধা অতিক্রম করে ব্যবসায়ীদের সহায়তাদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন।


 প্রধানমন্ত্রী অতীতে গৃহীত  পরিকাঠামো সংস্কারকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বাণিজ্য  পরিচালনা, ঋণ সংস্কার ও পরিকাঠামোগত ক্ষেত্রে নতুন কাঠামোগত সংস্কারের বিষয় নিয়েও আলোচনা করেন।


 প্রধানমন্ত্রী নতুন পরিকাঠামো প্রকল্পের কাজ দ্রুত শুরু করার প্রয়োজনীয়তা এবং কোভিড -১৯-এর কারণে  সময় নষ্টের দরুন পরিকাঠামো খাতে কাজ ত্বরান্বিত করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। তিনি বলেন , জাতীয় পরিকাঠামো পাইপলাইনের আওতাধীন প্রকল্পগুলির কজের বিলম্ব এড়াতে এবং চাকরির ব্যবস্থা করতে উচ্চ স্তরে পর্যালোচনা করা যেতে পারে।


 বিভিন্ন মন্ত্রকের গৃহীত সংস্কার প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা এবং বিনিয়োগ প্রবাহ ও মূলধন গঠনের প্রতিবন্ধকতা দূর করতে সময়োপযোগী সঠিক  ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও আলোচনা করা হয়।

 


 বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রকের সচিব এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


CG/SS



(Release ID: 1620590) Visitor Counter : 193