স্বরাষ্ট্র মন্ত্রক

কোভিড -১৯ মোকাবিলায় লকডাউনের বিধিনিষেধের কারণে দেশের বিভিন্ন স্থানে আটকা পড়া ব্যক্তিদের যতায়াতের জন্য বিশেষ ট্রেন চালানো হবে

प्रविष्टि तिथि: 01 MAY 2020 4:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ মে,২০২০

 



 কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী  শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিদের বিশেষ ট্রেনের সাহায্যে  যাতায়াতের অনুমতি দিয়ে নির্দেশিকা জারি করেছে। এ জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রক  বিশেষ ট্রেন চালাবে।

 আটকে পড়া ব্যক্তিদের নির্ধারিত গন্তব্যে যাত্রা নিশ্চিত করতে রেল মন্ত্রক রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সমন্বয় বজায় রাখার জন্য নোডাল অফিসার নিয়োগ করবে। টিকিট বিক্রি ছাড়াও রেলস্টেশন, প্ল্যাটফর্মে এবং ট্রেনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য মন্ত্রক বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।

 


বিস্তারিত নির্দেশিকাটি হল-
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Order%2001.05.2020%20-%20Special%20Trains%20for%20Stranded%20Persons.jpeg

 

 


CG/SS


(रिलीज़ आईडी: 1620096) आगंतुक पटल : 342
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam