মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২০-২১ অর্থবর্ষে ফসফটিক এবং পটাসিক (পিএন্ডকে) সারের জন্য পরিপোষক ভিত্তিক ভর্তুকি (এনবিএস) হার নির্ধারণের অনুমোদন দিয়েছে

Posted On: 22 APR 2020 3:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ এপ্রিল, ২০২০

 



প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক  বিষয়ক কমিটি ২০২০-২০২১ অর্থবর্ষে ফসফটিক এবং পটাসিক (পিএন্ডকে) সারের জন্য পরিপোষক ভিত্তিক ভর্তুকি (এনবিএস) হার নির্ধারণের অনুমোদন দিয়েছে।


এনবিএসের জন্য গৃহীত হারগুলি নিম্নরূপ:


প্রতি কেজি ভর্তুকির হার (টাকায়)


এন-- ১৮.৭৮৯

 পি--১৪.৮৮৮

 কে--১০.১১৬

 এস--২.৩৭৪


কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক  বিষয়ক কমিটি এনবিএস প্রকল্পের আওতায় অ্যামোনিয়াম ফসফেট (এনপি ১৪: ২৮: ০: ০) নামে একটি জটিল সারকে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

 ২০২০-২১ অর্থবর্ষে ফসফটিক এবং পটাসিক সারে ভর্তুকি ব্যয় হবে আনুমানিক ২২,১৮৬.৫৫, কোটি টাকা।

ফসফটিক এবং পটাসিক সারের ক্ষেত্রে সার সংস্থাগুলিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি অনুমোদিত হারে ভর্তুকি দেওয়া হবে।

 

 



 CG/SS



(Release ID: 1617255) Visitor Counter : 69