প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনী, কোভিড–১৯ মহামারীর মোকাবিলায় লকডাউন ব্যবস্থার মধ্যে তাদের বিশাখাপত্তনমের এয়ারফিল্ডটি ২৪ ঘন্টা ব্যবহারের সুযোগ দিচ্ছে
प्रविष्टि तिथि:
14 APR 2020 12:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ এপ্রিল, ২০২০
কোভিড–১৯ এর মহামারী সংক্রমণ আটকাতে দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছে, নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বিশাখাপত্তনম এয়ারফিল্ডটি ২৪ ঘন্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে আইএনএস ডেগা। এই এয়ারফিল্ড নিরাপদে ব্যবহার করার জন্য নৌবাহিনী সমস্ত ব্যবস্থা করেছে। এরফলে বিশেষ বিমানের উড়ান ছাড়াও স্পাইসজেটের পণ্যপরিবাহী বিমানও এখান থেকে ওঠা - নামা করছে। লকডাউনের পর, ১৫টি পণ্যবাহী বিমান এই এয়ারফিল্ড ব্যবহার করেছে।
ভারতীয় নৌবাহিনী ২৪ ঘন্টাই এখান থেকে সমুদ্রে নজরদারী চালায়। ডরনিয়ের স্কোয়াড্রনের ইএনসি, আইএনএএস ৩১১, এখান থেকে সমুদ্রে নিয়মিত নজরদারী চালায়। যে কোনো জরুরী পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশাখাপত্তনমের এই এয়ারফিল্ডটি প্রস্তুত রয়েছে।
CG/CB
(रिलीज़ आईडी: 1614563)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada