স্বরাষ্ট্র মন্ত্রক

কোভিড-১৯ সংক্রমণের জেরে ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের কারণে বর্তমানে ভারতে আটকে থাকা বিদেশী নাগরিকদের ৩০ এপ্রিল পর্যন্ত কনস্যুলার সার্ভিস বা দূতাবাস পরিষেবা দেওয়া হবে

Posted On: 13 APR 2020 2:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২০

 



জনসাধারণের মধ্যে বিভ্রান্তি দূর করতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) জানিয়েছে যে  কোভিড-১৯ সংক্রমণের জেরে ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের কারণে গত ২৮ মার্চ বিদেশী নাগরিকদের জন্য নি:শুল্ক  দূতাবাস পরিষেবা বা কনস্যুলার সার্ভিস প্রদান করা  হয়েছিল, বর্তমানে তা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর বিস্তারিত তথ্য পাওয়া যাবে -

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1613895 এই ওয়েব সাইটে।


নিয়মিত  ভিসা, ই-ভিসা বা স্থিরীকৃত শর্ত অনুযায়ী, এমন বিদেশী নাগরিক যারা ভারতে আটকে আছেন বা বিশ্বের অনেক জায়গায় কোভিড-১৯ ছড়িয়ে পড়ার কারণে এবং ভারত সরকার আরোপিত ভ্রমণ বিধিনিষেধের কারণে আটকে রয়েছেন ও যার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা ১ ফেব্রুয়ারী (মধ্যরাত) থেকে ৩০ এপ্রিল (মধ্যরাত) এর মধ্যে এর মেয়াদ শেষ হবে, সেই সব বিদেশি নাগরিক অনলাইন আবেদন করলে , বিনামূল্যে তাদের ৩০ এপ্রিল (মধ্যরাত) পর্যন্ত কনস্যুলার সার্ভিস প্রদান করা হবে।

 



CG/SS


(Release ID: 1614018) Visitor Counter : 231