অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

"জীবনদায়ী উড়ান" পণ্যবাহী বিমানের সাহায্যে মঙ্গলবার (৭এপ্রিল)সারা দেশে ৩৯ টনেরও বেশি চিকিৎসা সরজ্ঞাম সরবরাহ করা হয়েছে

Posted On: 08 APR 2020 5:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ এপ্রিল, ২০২০

 



"জীবনদায়ী উড়ান" পণ্যবাহী বিমানের সাহায্যে  মঙ্গলবার (৭এপ্রিল) সারা দেশে ৩৯ টনেরও বেশি চিকিৎসা সরজ্ঞাম সরবরাহ করা হয়েছে। লকডাউনের সময় এই নিয়ে পণ্যবাহী বিমানে ২৪০ টন পণ্য সরবরাহ করা হয়েছে। এদিন পর্যন্ত এই কাজে ১৬১ পণ্যবাহী বিমান যুক্ত ছিল। এর মধ্যে এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান পরিবহন সংস্থার ৯৯টি এবং ভারতীয় বায়ুসেনার ৫৪টি বিমান ছিল।এয়ার ইন্ডিয়া গতকাল আন্তর্জাতিক রুটে ৬ .১৪ টন চিকিৎসা সরজ্ঞাম হংকং থেকে নিয়ে এসেছে এবং ৮.৮৫ টন চিকিৎসা সরজ্ঞাম কলম্বোতে পাঠিয়েছে।


গতকাল এই চিকিৎসা সরজ্ঞাম সরবরাহের কাজে যুক্ত ছিল এয়ার ইন্ডিয়ার ৪টি ও অন্যান্য বিমান পরিবহন সংস্থার ২টি এবং ভারতীয় বায়ুসেনার ৩ টি বিমান। এর পাশাপাশি স্পাইস জেট এবং  ইন্ডিগো বাণিজ্যিক ভিত্তিতেও পণ্য সরবরাহের কাজ করছে।



"জীবনদায়ী উড়ান" পণ্যবাহী বিমানের সাহায্যে চিকিৎসা সরজ্ঞাম সরবরাহের বিস্তারিত তথ্য পাওয়া যাবেhttps://esahaj.gov.in/lifeline_udan এই ওয়েব সাইটে।

 

 


CG/SS



(Release ID: 1612324) Visitor Counter : 152