অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বদেশী থেকে কৌশলগত স্থিতিশীলতা এবং কৌশলগত স্থিতিশীলতা থেকে কৌশলগত অপরিহার্যতার লক্ষ্যে ভারতের প্রয়াস : আর্থিক সমীক্ষা ২০২৫-২৬

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬ 

 

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬ এ স্বদেশী থেকে কৌশলগত স্থিতিশীলতা এবং কৌশলগত অপরিহার্যতার পথে ভারতের রূপান্তরকে তুলে ধরা হয়েছে। এর অর্থ – কত দ্রুত অর্থনীতির বিকাশ হচ্ছে, তাকে কেবল নির্ণায়ক না করে বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে দেশের অভ্যন্তরীণ সক্ষমতাকে যুক্ত করা সম্ভব হচ্ছে কিনা, তা দেখা। বিশ্ব বাজারে কেবল অংশীদার হিসেবেই নয়, স্থিতিশীল এবং মূল্যবান সহযোগী হিসেবে ভারতকে গড়ে তোলাই এর উদ্দেশ্য। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, আগামী দশকগুলিতে কোনও রকম ম্যানুয়াল ছাড়াই সিদ্ধান্তের মুখোমুখী দাঁড়াতে হবে ভারতকে। প্রাথমিক পছন্দের ক্ষেত্রে নির্ভরশীল না থেকে অনিশ্চিত পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার কৌশল স্থির করতে হবে। কেবলমাত্র একক সংস্কারের এজেন্ডাতে আটকে না থেকে ফলদায়ক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। ঝুঁকি এবং ব্যর্থতাকে কিভাবে মোকাবিলা করা যায় এবং ফলদায়ক নিয়ন্ত্রণ বিধি কিভাবে গড়ে তোলা যায়, তা প্রতিষ্ঠান থেকে নাগরিক এবং আধিকারিকদের মানসিকতায় গড়ে উঠবে। প্রতিষ্ঠানগত দক্ষতার প্রসার ঘটাতে বিশ্বাসযোগ্যতার বাতাবরণ গড়ে তুলতে হবে। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2220401) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , English , Kannada , हिन्दी , Malayalam