অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত গঠনে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটাতে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা উন্নতিতে কৃষি ভিত্তি : অর্থনৈতিক সমীক্ষা

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬


অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, গত ৫ বছরে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গড় বার্ষিক বৃদ্ধি হয়েছে প্রায় ৪.৪ শতাংশ। ১৫ অর্থবছর এবং ২৪ অর্থবছরের মধ্যে পশুপালন ক্ষেত্রে বিশাল বৃদ্ধি ঘটেছে। জিভিএ বেড়েছে প্রায় ১৯৫ শতাংশ। মৎস্য চাষ ক্ষেত্রেও বৃদ্ধি ঘটেছে ১৪০ শতাংশের বেশি। 

ভারতের খাদ্যশস্য উৎপাদন ২০২৪-২৫ কৃষি বর্ষে পৌঁছেছে ৩৫৭৭.৩ লক্ষ মেট্রিকটনে। এই বৃদ্ধি ঘটেছে চাল, গম, মেইজ এবং শ্রীঅন্নের উৎপাদন বৃদ্ধির ফলে। বাগিচা শিল্প দেশের কৃষি ক্ষেত্রের অগ্রগতিতে এক উজ্জ্বল বিন্দু। ২০২৪-২৫-এ বাগিচা শিল্পের উৎপাদন পৌঁছেছে ৩৬২.০৮ মিলিয়ন টনে। এর মধ্যে ১১৪.৫১ মিলিয়ন টন ফল, ২১৯.৬৭ মিলিয়ন টন আনাজ এবং ৩৩.৫৪ মিলিটন টন অন্যান্য ফসল। সারা বিশ্বে আনাজ, ফল এবং আলু উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে।

সমীক্ষায় বলা হয়েছে বিকশিত ভারত গঠনে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটাতে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা উন্নতিতে কৃষিই ভিত্তি। কৃষি উৎপাদন, বিশেষ করে ডেয়ারি, পোল্ট্রি, ফিশারি এবং হর্টিকালচারে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে। সব মিলিয়ে এই ক্ষেত্র দেশের জিডিপি-তে উল্লেখযোগ্য অবদান রাখছে। 


 
SC/AP/AS


(रिलीज़ आईडी: 2220323) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam