অর্থমন্ত্রক
প্রাণবন্ত ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকদের সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত জরুরি: ২০২৫-২৬ অর্থবর্ষে আর্থিক সমীক্ষা
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের যে আর্থিক সমীক্ষা পেশ করেছেন, সেখানে জনস্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাকে আরও শক্তিশালী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের বিনিয়োগের ফলে ব্যয়সাশ্রয়ী মূল্যে পরিষেবা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সহায়ক হয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে ১৯৯০ সাল থেকে গৃহীত পদক্ষেপের ফলে প্রসূতি মৃত্যুর হার ৮৬% হ্রাস পেয়েছে। পাশাপাশি ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হারও উল্লেখযোগ্য হারে কমেছে। ১৯৯০ সালের তুলনায় ২০২৩ সালের হিসেবে নবজাতকের মৃত্যুর হার ৭০% হ্রাস পেয়েছে। সারা পৃথিবীর হিসেবে এই হার ৫৪%। সদ্যজাত শিশুর মৃত্যুর হার গত এক দশকে ৩৭%-এরও বেশি হ্রাস পেয়েছে।
এই সমীক্ষায় বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তি এবং আইসিটি-র মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবার মানোন্নয়ন ঘটেছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল ভারত এবং ই-সঞ্জীবনীর মতো প্রকল্পগুলির সাহায্যে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে।
তবে বর্তমান সময়কালে স্থূলতার মতো সমস্যা এদেশেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তনের ফলে এই সমস্যাগুলি হচ্ছে। পোষণ অভিযান, পোষণ ২.০, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া, ইট রাইট ইন্ডিয়ার মতো দেশ জুড়ে বিভিন্ন প্রকল্প স্বাস্থ্য ক্ষেত্রে নানা সমস্যার সমাধানে যেমন উদ্যোগী হয়েছে, পাশাপাশি এফএসএসএআই স্থূলতা প্রতিরোধে ‘স্টপ ওবেসিটি অ্যান্ড ফাইট ওবেসিটি- অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ টু স্টপ ওবেসিটি’ অভিযান শুরু করেছে। আল্ট্রা প্রসেসড ফুড বিক্রির হার ভারতে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে স্বাস্থ্য ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ডিজিটাল বিভিন্ন ব্যবস্থাপনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। সরকার এই সমস্যার জন্য উদ্যোগী হয়েছে। সিবিএসই স্কুলে এবং স্কুল বাসে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে। অন্যদিকে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ছোট ছোট ছেলেমেয়েদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে।
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথাও সমীক্ষায় বলা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ১৫-২৪ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে সামাজিক মাধ্যম ব্যবহার করার প্রবণতা বেড়েছে। ফলস্বরূপ তাদের মধ্যে উদ্বেগ, হতাশা, নিজের প্রতি আস্থা রাখার ক্ষমতা হ্রাস পেয়েছে। সমীক্ষায় টেলি মানস অ্যাপ সহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথাও বলা হয়েছে। বেঙ্গালুরুর নিমহ্যান্স দেশজুড়ে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এক সমীক্ষা করেছে। এই সমীক্ষার মাধ্যমে এদেশের নাগরিকদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যথাযথ তথ্য পাওয়া যাবে।
আর্থিক সমীক্ষায় ইউডিআইএসই প্লাস, এআইএসএইচই, এবং এবিডিএনএ-র মতো বিভিন্ন মঞ্চের কথা উল্লেখ করা হয়েছে। এই ধরনের প্ল্যাটফর্মগুলির সাহায্যে শহরাঞ্চলের বস্তি এলাকায় স্থূলতা সহ নানা স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে কোভিড-১৯ সহ বিভিন্ন রোগ সংক্রান্ত তথ্যের ওপর নজরদারি চালানো হচ্ছে। স্বাস্থ্যকর এক ভবিষ্যতের জন্য নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে একটি সর্বাঙ্গীন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
SC/CB/NS….
(रिलीज़ आईडी: 2220134)
आगंतुक पटल : 6