প্রধানমন্ত্রীরদপ্তর
নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ
प्रविष्टि तिथि:
27 JAN 2026 8:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২৬
মাননীয়গণ,
ম্যাডাম প্রেসিডেন্ট, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।
ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এবং কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর শুধুমাত্র একটি সাধারণ কূটনৈতিক সফর নয়, এই সফর হ’ল, ভারত-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা। এই প্রথম ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ভারতের ইতিহাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এ যাবৎকালের মধ্যে সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি এবং আজ ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামের এই বৈঠক – এই সমস্ত ক্ষেত্রে সাফল্য বিশ্বের বৃহত্তম দুই গণতান্ত্রিক শক্তির মধ্যে নজিরবিহীন সান্নিধ্যের বার্তা দিচ্ছে।
বন্ধুগণ,
এই সান্নিধ্য কোনও আকস্মিক দুর্ঘটনা নয়, বাজার অর্থনীতির আমরা পারস্পরিক মূল্যবোধকে ভাগ করে নিয়েছি। আমরা বিশ্ব স্থায়িত্ব এবং মুক্ত সমাজের পথে পারস্পরিক অগ্রাধিকারকে ভাগ করে নিয়েছি। আমাদের মানুষের মধ্যেও এক স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এই শক্তিশালী ভিত্তির উপর নির্ভর করে আমরা আমাদের অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছি এবং ফলাফল থেকেই তা স্পষ্ট। গত ১০ বছরে আমাদের বাণিজ্য দ্বিগুণ হয়ে ১৮০ বিলিয়ন ইউরোয় পৌঁছেছে। ৬ হাজারেরও বেশি ইউরোপীয় সংস্থা ভারতে কাজ করছে। ভারতে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে ১ হাজার ৫০০ ভারতীয় সংস্থা এখন কাজ করছে এবং সেখানে ভারতের লগ্নি প্রায় ৪০ বিলিয়ন ইউরো।
বন্ধুগণ,
আজ আমরা সর্বাত্মক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করেছি। এর মাধ্যমে ভারতের পণ্যসমূহ ইউরোপীয় ইউনিয়নের বাজারে সহজে প্রবেশ করতে পারবে। এর মধ্যে বিশেষভাবে রয়েছে – বস্ত্র, অলঙ্কার সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ এবং কারিগরী সামগ্রী। ফল, সব্জি, প্রক্রিয়াজাত খাদ্য এবং সামুদ্রিক পণ্যে নতুন নতুন সম্ভাবনার পথ খুলে যাবে। এর ফলে, আমাদের কৃষক ও মৎস্যজীবীরা সরাসরি উপকৃত হবেন। আমাদের পরিষেবা ক্ষেত্রও উপকৃত হবে। বিশেষ করে, তথ্য প্রযুক্তি, শিক্ষা, পরম্পরাগত ওষুধ এবং ব্যবসায়িক পরিষেবা ক্ষেত্রও উপকৃত হবে।
বন্ধুগণ,
বর্তমানে বিশ্ব বাণিজ্য এক বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি সংস্থা তার নিজের মতো করে বাজার কৌশল স্থির করছে। এমন এক সময়ে এই এফটিএ বাণিজ্য জগতের কাজে এক সুস্পষ্ট ও ইতিবাচক বার্তা। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বাণিজ্যিক অংশীদারিত্বের ফলে বেশ কয়েকটি ক্ষেত্র উপকৃত হবে। এই প্রেক্ষাপটে আমি তিনটি অগ্রাধিকার সম্পর্কে বলতে চাই। প্রথমত, আজকের বিশ্ব বাণিজ্য, প্রযুক্তি ও বিরল ধাতুকে অগ্রগতির হাতিয়ার করে তুলছে। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, চিপস এবং এপিআই – এর ক্ষেত্রে আমরা কি একত্রে অন্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে পারি না? আমরা কি বিকল্প বিশ্বস্ত সরবরাহ-শৃঙ্খল গড়ে তুলতে পারি না? দ্বিতীয়ত, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েরই নজর ছিল প্রতিরক্ষা শিল্পের দিকে। প্রতিরক্ষা, মহাকাশ, টেলিকম এবং এআই – এর মতো ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। তৃতীয়ত, আমাদের উভয়েরই অগ্রাধিকার হ’ল – পরিবেশ-বান্ধব এবং সুস্থায়ী ভবিষ্যৎ। গ্রিন হাইড্রোজেন থেকে সৌরশক্তি ও স্মার্ট গ্রিড – প্রতিটি ক্ষেত্রে আমাদের যৌথ গবেষণা ও বিনিয়োগ বাড়ানো উচিত।
বন্ধুগণ,
আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর আমাদের সকলেরই এক বিশেষ দায়িত্ব রয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে গ্রহণ করতে হবে। বল এখন আপনাদের কোর্টে। শুধুমাত্র আপনাদের পারস্পরিক ইচ্ছার মাধ্যমে আমাদের অংশীদারিত্ব, আস্থা ও ব্যাপ্তি এক নতুন মাত্রায় পৌঁছবে। আপনাদের প্রয়াসের মাধ্যমে আমরা পারস্পরিক সমৃদ্ধি অর্জন করব। আসুন, আমাদের পারস্পরিক সক্ষমতাকে কাজে লাগাই এবং গোটা বিশ্বের অগ্রগতিতে ডবল ইঞ্জিন হয়ে উঠি।
আপনাদের অসংখ্য ধন্যবাদ।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2219622)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam