প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 26 JAN 2026 11:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের ৭৭-তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

এক্স হ্যান্ডেলে ভুটানের প্রধানমন্ত্রীর এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন ;

“ভারতের ৭৭-তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং ভুটানের জনসাধারণকে ধন্যবাদ। আমাদের দুই দেশের মধ্যে মৈত্রীর যে বিশেষ ও অনন্য বন্ধন রয়েছে, তা আরও জোরদার হোক।

@tsheringtobgay”

ফ্রান্সের প্রেসিডেন্টের এক পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন,

আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ, ভারতের ৭৭-তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভারতে শীঘ্রই আপনাকে স্বাগত জানানোর প্রতীক্ষা করছি। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও বহুমুখী হোক।

@emmanualMacron


সাইপ্রাসের প্রেসিডেন্টের এক পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন,

“প্রিয় প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেজ, আপনার শুভেচ্ছা জন্য ধন্যবাদ। সাইপ্রাস ভারতের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত অংশীদার। আমাদের সার্বিক অংশীদারিত্বকে আরও গভীর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাকে ভারতে স্বাগত জানানোর জন্য প্রতিক্ষা করছি।

@Christodulides”

মালদ্বীপের প্রেসিডেন্টের বার্তার জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন,

“ধন্যবাদ প্রেসিডেন্ট মুইজু। ভারতের ৭৭-তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আপনার শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ। দু-দেশের মানুষের কল্যাণে আমরা একযোগে কাজ করে যাবো। আপনাকে এবং মালদ্বীপের বন্ধুদের আসন্ন উৎসবের মরশুমের শ


(रिलीज़ आईडी: 2219021) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam