তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ট্যাবলো ভারতের গল্পকথনের ইতিকথা এবং ওয়েভস সম্পর্কে পরিকল্পনার তথ্য তুলে ধরেছে

प्रविष्टि तिथि: 22 JAN 2026 6:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৬ 

 

সাধারণতন্ত্র দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ট্যাবলোর মূল ভাবনা – “ভারত গাঁথা : শ্রুতি, কৃতি, দৃষ্টি”। এই ট্যাবলোতে ভারতীয় সভ্যতায় গল্পকথন সম্পর্কে একটি শক্তিশালী দৃশ্যপট তুলে ধরা হয়েছে। এখানে প্রাচীন যুগে মৌখিক পদ্ধতিতে বলার রীতি থেকে বর্তমানে বিষয়বস্তু রচনা ও মাধ্যম জগতের চালিকাশক্তি হিসেবে ভারতের আত্মপ্রকাশের  যাত্রাপথ তুলে ধরা হয়েছে। এই ট্যাবলোর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে কারিগরী উদ্ভাবন শক্তির মেলবন্ধন ঘটিয়ে আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা প্রতিফলিত হয়।

শ্রুতি – এর মধ্য দিয়ে মৌখিক পদ্ধতিতে শিক্ষাদানের প্রাচীন সমৃদ্ধ নীতি তুলে ধরা হয়েছে। প্রাচীন যুগে পিপুল গাছের তলায় গুরুরা তাঁদের শিষ্যকে শিক্ষাদান করতেন। মহাজাগতিক ‘ওঁ’ ধ্বনির অনুরণনের মধ্য দিয়ে জ্ঞানচর্চা হত।

কৃতি – এতে লেখার মাধ্যমে জ্ঞানচর্চার ক্ষেত্রে যে পরিবর্তন আসে, সেটি তুলে ধরা হয়েছে। ভগবান গণেশের মহাভারত লেখা, বিভিন্ন পাণ্ডুলিপি এবং প্রাচীন যুগে তথ্য আদানপ্রদানের রীতিনীতিকে পারফর্মিং আর্টস-এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর ফলে ভারতের বৌদ্ধিক এক ঐতিহ্য সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে।

দৃষ্টি – এর মধ্য দিয়ে মুদ্রণ মাধ্যম, চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে মাধ্যম জগতের বিবর্তনের ছবি তুলে ধরা হয়েছে। ভারতের সাংস্কৃতিক পরিচিতি গড়ে তুলতে পুরনো ক্যামেরা, ফিল্মের রিল, কৃত্রিম উপগ্রহ, সংবাদপত্র এবং বক্স অফিসের বিভিন্ন প্রতীক ট্যাবলোতে থাকছে। এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এই ট্যাবলোতে গল্পকথনের ধারার পরিবর্তন তুলে ধরতে কৃত্রিম মেধা, এভিজিসি – এক্সআর সহ ভার্চ্যুয়াল বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগানো হয়।

ট্যাবলোতে পারফর্মিং আর্টস অন্যতম আকর্ষণ। আন্তর্জাতিক স্তরে ভারতকে বিষয়বস্তু রচনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মন্ত্রকের উদ্যোগটি এর মাধ্যমে প্রতিফলিত হয়। ওয়েভস, ২০২৫ শীর্ষ সম্মেলনে ‘কমলা অর্থনীতির প্রভাত’ বা ডন অফ দ্য অরেঞ্জ ইকনমি-র ধারণাকে তুলে ধরা হয়েছে। এই ট্যাবলো ভারতের প্রাচীন প্রজ্ঞার সঙ্গে ডিজিটাল ভবিষ্যতের মেলবন্ধন ঘটিয়েছে। 

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2217773) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam