স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এবং ‘জাতীয় যুব দিবস’-এ সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন

प्रविष्टि तिथि: 12 JAN 2026 11:14AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জানুয়ারি, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এবং ‘জাতীয় যুব দিবস’-এ সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দের ভাবনা যা লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত না থামার বার্তা দেয়, তা যুব সমাজের মধ্যে কর্তব্যজ্ঞান এবং দেশপ্রেমের বোধ জাগায় ও উন্নত ভারত গঠন গতি লাভ করে।

এক্স-এ এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন;

“আমি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় নত হই এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সকল নাগরিককে ‘জাতীয় যুব দিবস’-এ। স্বামী বিবেকানন্দ দেশের যুব সমাজকে যুক্ত করেছিলেন ভারতের জ্ঞানের ঐতিহ্য, দর্শন এবং আধ্যাত্মিকতার সঙ্গে এবং এটিকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বমঞ্চে। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তিনি সামাজিক সেবারও আদর্শ স্থাপন করেছিলেন। স্বামীজির ভাবনা যা লক্ষ্য পূরণের আগে না থামার বার্তা দেয়, তা তরুণ সমাজের কর্তব্য এবং দেশাত্মবোধকে জাগিয়ে তুলছে এবং উন্নত ভারত গঠনে গতি দিচ্ছে।”

 


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2213663) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam