প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজকোট সফর

प्रविष्टि तिथि: 09 JAN 2026 12:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১১ জানুয়ারি গুজরাটের রাজকোট সফর করবেন। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ১২টি জেলার বিকাশের লক্ষ্যে ১১ ও ১২ জানুয়ারি আয়োজিত হচ্ছে ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন। 


গুজরাটের পশ্চিমাঞ্চলে লগ্নিতে গতি আনতে ও শিল্প বিকাশের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং বন্দর ও লজিস্টিক্স, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য, পেট্রোরসায়ন, পরিবেশ-বান্ধব শক্তি, স্টার্টআপ, দক্ষতা উন্নয়ন, এমএসএমই, পর্যটন ও সংস্কৃতির উপর গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনে সহযোগী দেশ হিসেবে যোগ দেবে জাপান, দক্ষিণ কোরিয়া, রোয়ান্ডা এবং ইউক্রেন। 


বেলা ১টা ৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করবেন। এরপর, ২টো নাগাদ তিনি এই আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন। 


গুজরাট জুড়ে ৪টি ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উত্তর গুজরাটের মেহসানায় প্রথম সম্মেলনটি হয় ৯ ও ১০ অক্টোবর ২০২৫-এ। বর্তমানে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে দ্বিতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এরপর, দক্ষিণ গুজরাটের সুরাট (৯ ও ১০ এপ্রিল, ২০২৬) এবং মধ্য গুজরাটের ভদোদরায় (১০ ও ১১ জুন, ২০২৬) আরও দুটি সম্মেলন হবে। 

প্রধানমন্ত্রীর বিকশিত ভারত @২০৪৭ -এর ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাইব্র্যান্ট গুজরাট সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সুনির্দিষ্ট শিল্পোন্নয়নকে তুলে ধরা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের চেষ্টা চালানো হবে। ২০২৭-এর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট। 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2212869) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam