প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আইএনএসভি কৌণ্ডিন্য-র নৌসেনা কর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 31 DEC 2025 11:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

বর্তমানে দূর সমুদ্রে যাত্রা করা আইএনএসভি কৌণ্ডিন্য-র নৌসেনা কর্মীদের পাঠানো একটি ছবি হাতে পেয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন। ওই নৌসেনা কর্মীদের উৎসাহের প্রশংসা করেন তিনি। দেশ নতুন বছর ২০২৬ উদযাপনের প্রস্তুতি নেওয়া কালে ঐ নৌসেনা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন  প্রধানমন্ত্রী। 

এক্স সমাজ মাধ্যমে তিনি লিখেছেন :

“আইএনএসভি কৌণ্ডিন্য-র নৌসেনা কর্মীদের পাঠানো একটি ছবি হাতে পেয়ে আনন্দিত ! তাঁদের উৎসাহিত দেখা হৃদয়গ্রাহী। আমরা নতুন বছর ২০২৬-এর যাত্রা শুরুর প্রস্তুতি নেওয়া কালীন, দূর সমুদ্রে যাত্রা করা আইএনএসভি কৌণ্ডিন্য-র নৌসেনা দলকে আমার বিশেষ শুভেচ্ছা। তাঁদের বাকি যাত্রাপথ আনন্দ ও সাফল্যে ভরে উঠুক।

@INSVKaundinya ”

 


SC/AB/NS


(रिलीज़ आईडी: 2210416) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam