প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করলেন

प्रविष्टि तिथि: 28 DEC 2025 9:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২৫




প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন। তিনদিনের এই সম্মেলন ২৬ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ আয়োজিত হলো দিল্লির পুসায়।

প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দর্শনকে শক্তিশালী করতে এবং কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বকে আরও গভীর করতে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, জ্ঞান, দক্ষতা, স্বাস্থ্য এবং সক্ষমতা সমন্বিত যে মানব মূলধন তাই অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক প্রগতির মৌলিক চালিকা শক্তি এবং একে আরও উন্নত করতে হবে সরকারের অভ্যন্তরে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে।

এই সম্মেলনের অন্যতম বিষয় ছিল ‘বিকশিত ভারত’-এর জন্য মানব মূলধন থিমকে ঘিরে আলোচনা। ভারতের জনসংখ্যার সুবিধাকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার ৭০ শতাংশ কর্মক্ষম যা এনে দিয়েছে একটি অভিনব ঐতিহাসিক সুযোগ। একে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মেলালে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতের যাত্রাকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করা যাবে।

তিনি আরও বলেন, বিকশিত ভারত গুণমান এবং উৎকর্ষের সমার্থক। তিনি সংশ্লিষ্ট সকলকে আবেদন জানান, গড়পরতার চেয়ে বেশি কিছু ভাবতে। প্রশাসন, পরিষেবা প্রদান এবং উৎপাদনে গুণমানের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মেড ইন ইন্ডিয়া’ মার্কা পণ্যকে উৎকৃষ্ট এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতাসক্ষম হতেই হবে।

প্রধানমন্ত্রী আত্মনির্ভরতাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, ভারতকে আত্মনির্ভর হতেই হবে, যেখানে উৎপাদিত পণ্যে কোনো ত্রুটি থাকবে না, এবং পরিবেশে প্রভাব পড়বে অতি সামান্য। যেখানে ‘মেড ইন ইন্ডিয়া’ গুণমানের সমার্থক হয়ে উঠবে ‘জিরো এফেক্ট জিরো ডিফেক্ট’-এর এর প্রতি আমাদের দায়বদ্ধতাকে জোরালো করবে। তিনি কেন্দ্র এবং রাজ্যগুলিকে যুগ্মভাবে দেশে তৈরি করার জন্য ১০০টি পণ্যকে চিহ্নিত করার আবেদন জানালেন, যাতে আমদানি নির্ভরতা কমে এবং বিকশিত ভারতের দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক দার্ঢ্যতা শক্তিশালী হয়।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষতার চাহিদার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে যাতে দক্ষতা উন্নয়ন কলাকৌশলের আরও ভালো নকশা করা যায়। উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও তিনি উচ্চ গুণমানের মেধা তৈরি করতে শিক্ষা জগৎ এবং শিল্প জগৎকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।

তরুণদের জীবিকার জন্য প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে পর্যটন বড় ভূমিকা নিতে পারে। তিনি জানান, ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং ইতিহাস আছে, যার ফলে সারা বিশ্বে উচ্চ স্তরের পর্যটনের লক্ষ্য হয়ে ওঠার সম্ভাবনা অনেক। তিনি রাজ্যগুলিকে অন্তত একটি করে আন্তর্জাতিক স্তরের পর্যটন স্থল তৈরি এবং সামগ্রিক পর্যটন পরিমণ্ডলের পরিচর্যা করার পরিকল্পনা প্রস্তুত করতে আবেদন জানান।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের জাতীয় ক্রীড়া বর্ষপঞ্জিকে আন্তর্জাতিক ক্রীড়া বর্ষপঞ্জির সঙ্গে মেলানো জরুরি। ভারত ২০৩৬-এ অলিম্পিক আয়োজন করার চেষ্টা চালাচ্ছে। ভারতের প্রয়োজন বিশ্বমানের পরিকাঠামো এবং ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা। তিনি বলেন, কিশোরদের চিহ্নিত করে তাদের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে। তিনি রাজ্যগুলিকে আবেদন জানান, আগামী ১০ বছর তাদের জন্য ব্যয় করতে হবে, তবেই ভারত ক্রীড়া ক্ষেত্রে আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। স্থানীয় এবং জেলা স্তরে নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করে এবং খেলোয়াড়দের সম্পর্কিত সমস্ত তথ্য রেখে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়তে হবে।

প্রধানমন্ত্রী বলেন, খুব শীঘ্রই ভারত ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন (এনএমএম)-এর সূচনা করবে। প্রত্যেক রাজ্যকে একে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে এবং এমন পরিকাঠামো গড়ে তুলতে হবে যা আন্তর্জাতিক কোম্পানীগুলিকে আকর্ষণ করতে পারে। তিনি আরও বলেন, এর মধ্যে আছে সহজে ব্যবসা করার উপায়। বিশেষ করে জমি, তার উপযোগিতা এবং সামাজিক পরিকাঠামো সম্পর্কে। তিনি রাজ্যগুলিকে আহ্বান জানান, উৎপাদন, সহজে ব্যবসা করার সুবিধা বৃদ্ধিকে উৎসাহ দিতে এবং পরিষেবার ক্ষেত্রকে শক্তিশালী করতে। প্রধানমন্ত্রী মোদী বলেন, পরিষেবা ক্ষেত্রে যেমন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিবহণ, পর্যটন, পেশাদার পরিষেবা, এআই ইত্যাদিতে আরও বেশি করে নজর দিতে হবে, যাতে ভারত বিশ্বে অগ্রগণ্য অবস্থান লাভ করতে পারে।

প্রধানমন্ত্রী এও বলেন যে, ভারত সারা বিশ্বের মধ্যে যেহেতু খাদ্য ভাণ্ডার হয়ে উঠতে চায়, আমাদের প্রয়োজন উচ্চ মূল্যের কৃষি, ডেয়ারি, মৎস্য চাষের দিকে নজর দেওয়া রপ্তানির দিকে লক্ষ্য রেখে। তিনি বলেন, পিএম ধন্যধান্য কর্মসূচি কম উৎপাদনশীল এমন ১০০টি জেলাকে চিহ্নিত করেছে। তেমনই এর থেকে শিক্ষা নিয়ে রাজ্যগুলিকে এই ধরনের ১০০টি জেলাকে চিহ্নিত করতে হবে এবং ঘাটতির কারণগুলির মোকাবিলায় তৎপর হতে হবে।

প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে ডিজিটাইজেশন অফ ম্যানাস্ক্রিপ্টের জন্য এআই ব্যবহার করার আর্জি জানান। তিনি বলেন যে, রাজ্যগুলি নিজ নিজ রাজ্যে এই ধরনের পুঁথি ডিজিটাইজ করতে অভিযান শুরু করতে পারে। একবার এইসমস্ত পান্ডুলিপি ডিজিটাইজ করা হলে এআই ব্যবহার করে প্রজ্ঞা এবং জ্ঞানকে মিশিয়ে দেওয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন ভারতের সমন্বিত ভাবনা এবং গঠনমূলক নীতি সংক্রান্ত আলোচনার ঐতিহ্যের প্রতিফলন। ভারত সরকারের প্রাতিষ্ঠানিকতায় এই মুখ্য সচিবদের সম্মেলন সমন্বিত আলোচনার একটি কার্যকরী মঞ্চ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, মুখ্য সচিব এবং ডিজিপি-দের সম্মেলনে হওয়া আলোচনা এবং সিদ্ধান্তের সঙ্গে তাল রেখে রাজ্যগুলিকে কাজ করতে হবে প্রশাসন এবং রূপায়ণকে শক্তিশালী করতে।

প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের সম্মেলন বিভাগীয় স্তরেও করা যেতে পারে, যাতে কার্যালয়গুলির মধ্যে জাতীয় পরিপ্রেক্ষিত গুরুত্ব পায় এবং বিকশিত ভারতের লক্ষ্যে প্রশাসনিক উন্নতি ঘটে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্যাপাসিটি বিল্ডিং কমিশন করার জন্য পরিকল্পনা প্রস্তুত করতে হবে। তিনি বলেন, প্রশাসনে এআই-এর ব্যবহার এবং সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা সময়ের দাবি। প্রত্যেক নাগরিকের নিরাপত্তার জন্য রাজ্যগুলি এবং কেন্দ্রকে জোর দিতে হবে সাইবার নিরাপত্তার উপর।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি, আরও নিরাপদ এবং সুস্থায়ী সমাধান দিতে পারে আমাদের সমগ্র জীবনচক্রের মাধ্যমে। প্রশাসনের গুণমান বাড়াতে প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন আছে।

সব শেষে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলনের আলোচনার ভিত্তিতে প্রত্যেক রাজ্যের উচিত ১০ বছরের পরিকল্পনা তৈরি করা এক, দুই, পাঁচ এবং দশ বছরের মেয়াদে। যেখানে প্রযুক্তিকে ব্যবহার করা যাতে পারে নিয়মিত তত্ত্বাবধানের জন্য।

তিনদিনের সম্মেলনে জোর দেওয়া হয়েছে শৈশবকালীন শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা এবং ক্রীড়া ও অন্যান্য সৃষ্টিশীল কাজ সহ বিশেষ বিষয়ে তাদের ভূমিকাকে স্বীকৃতি জানানোর উপর যা সুদৃঢ়, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মীবল গঠন করতে সক্ষম।


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2209413) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia