তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভুয়ো খবর গণতন্ত্রের পক্ষে বিপদজনক; মোকাবিলায় চাই শক্তিশালী আইনী কাঠামো, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
प्रविष्टि तिथि:
03 DEC 2025 2:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫
ভুয়ো খবর ও সামাজিক মাধ্যমে চাউর হওয়া অনেক বিষয় গণতন্ত্রের পক্ষে বিপদজনক এবং তার মোকাবিলায় কঠোর পদক্ষেপ জরুরি বলে লোকসভায় আজ বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডিপফেক এবং অসত্য খবর ছড়িয়ে পড়া রুখতে শক্তিশালী আইনী কাঠামো দরকার। সামাজিক মাধ্যমকে এমন কয়েকটি মহল কাজে লাগাচ্ছে যারা ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নয়।
সংসদে এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, সম্প্রতি নতুন বেশ কয়েকটি আইন আনা হয়েছে – যারমধ্যে রয়েছে আপত্তিজনক বিষয়বস্তু সামাজিক মাধ্যম থেকে ৩৬ ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া বাধ্যতামূলক করার সংস্থান। এইসব ক্ষেত্রে আইনী কাঠামো জোরদার করায় গুরুত্বপূর্ণ সুপারিশের জন্য তিনি শ্রী নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটির প্রশংসা করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভুয়ো খবরের মোকাবিলা এবং বাক-স্বাধীনতা রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি স্পর্শকাতর বিষয়। সরকার এক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখে এগোচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ প্রযুক্তির গণতন্ত্রীকরণ করেছে এবং তার ইতিবাচক দিকগুলি অনস্বীকার্য। সরকার সেদিকেও নজর রাখছে।
SC/ AC /AG
(रिलीज़ आईडी: 2198527)
आगंतुक पटल : 4