তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ফেক নিউজ বা ভুয়ো খবর গণতন্ত্রের জন্য হুমকি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ফেক নিউজ ও এআই-চালিত ডিপফেক রোধে আইনগত কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সরকার

प्रविष्टि तिथि: 03 DEC 2025 2:58PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর ২০২৫: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন যে, সামাজিক মাধ্যম ও ফেক বা ভুয়ো নিউজ সংক্রান্ত উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি বলেছেন, ফেক নিউজ ভারতের গণতন্ত্রের জন্য হুমকি এবং সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম এবং ভ্রান্ত তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি উল্লেখ করেন, সমাজ মাধ্যম যেভাবে ব্যবহৃত হচ্ছে, তাতে এমন কিছু ইকোসিস্টেম তৈরি হয়েছে, যারা ভারতের সংবিধান মানতে বা সংসদ প্রণীত আইন অনুসরণ করতে চায় না। তিনি এই ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও আরও শক্তিশালী নিয়ম প্রণয়নের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সংসদে এক প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব জানিয়েছেন, সম্প্রতি নতুন নিয়ম আনা হয়েছে, যার মধ্যে ৩৬ ঘণ্টার মধ্যে ‘টেকডাউন’ বা অপসারণের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এআই দিয়ে তৈরি ডিপফেক শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি খসড়া বিধিও প্রকাশিত হয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী সংসদীয় কমিটির কাজের প্রশংসা করেন এবং আইনগত কাঠামো শক্তিশালী করার জন্য মূল সুপারিশ-সম্বলিত বিস্তৃত রিপোর্ট উপস্থাপনের জন্য শ্রী নিশিকান্ত দুবে ও সকল সদস্যকে ধন্যবাদ জানান।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভুয়ো বা ফেক নিউজ ও সমাজ মাধ্যম সংক্রান্ত বিষয়গুলো মূলত মতপ্রকাশের স্বাধীনতা এবং আমাদের গণতন্ত্র রক্ষার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার প্রশ্ন এবং সরকার এই ভারসাম্যের প্রতি সম্পূর্ণ সংবেদনশীল থেকে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ বড় ধরনের পরিবর্তন এনেছে এবং প্রযুক্তিকে গণতান্ত্রিক করেছে, যার ইতিবাচক প্রভাব স্বীকার করতেই হবে। তিনি বলেন, সমাজ মাধ্যমও প্রতিটি নাগরিককে একটি প্ল্যাটফর্ম বা মঞ্চ প্রদান করেছে। এই সমস্ত দিক বিবেচনায় রেখে সরকার প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা এবং সমাজের ভিত্তির আস্থাকে আরও মজবুত করার কাজে নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

*****

PS/AD/KMD


(रिलीज़ आईडी: 2198573) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English