অনুপম খের একটি মাস্টারক্লাসে ব্যাখ্যা করেছেন কেন 'হাল ছেড়ে দেওয়া কোনও বিকল্প নয়'
"ব্যর্থতা একটি ঘটনা, কখনও কোনও ব্যক্তি নয়": খের
#IFFIWood, ২৩ নভেম্বর ২০২৫
কলা মন্দির, পানাজি, গোয়ায় আজকের প্রথম মাস্টারক্লাসে শতাধিক দর্শককে মুগ্ধ করে রাখলেন প্রখ্যাত অভিনেতা অনুপম খের। তাঁর স্বকীয় রসিকতা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মেলবন্ধন ঘটে ‘Giving Up is NOT a Choice’ শীর্ষক সেশনে, যেখানে জীবনের নানা বাঁক বদলের মধ্য দিয়ে তিনি তুলে ধরলেন না-হারা মনোভাবের শক্তি।
সেশন শুরুতেই অনুপম খের শোনান তাঁর জীবনের এক মোড়-ফেরানো ঘটনা, ‘সারাংশ’ ছবির প্রধান চরিত্র হারানো এবং ফের তা ফিরে পাওয়া। ছয় মাস ধরে মন-প্রাণ দিয়ে প্রস্তুতি নেওয়ার পর আচমকাই তাঁকে ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়। ভীষণ মানসিক আঘাতের সেই মুহূর্তে তিনি মুম্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষবারের মতো পরিচালক মহেশ ভট্টের সঙ্গে দেখা করতে গিয়ে খেরের আবেগপ্রবণ প্রতিক্রিয়া ভাটকে নতুন করে ভাবতে বাধ্য করে। ফলত, ভট্ট তাঁকে পুনরায় চরিত্রটি দেন, যা পরবর্তীকালে খেরের অভিনয়জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। খের জানালেন, এই অভিজ্ঞতাই তাঁকে প্রথম শিখিয়েছিল, ‘হার মানা নয়’।
“আমার সব প্রেরণাদায়ক বক্তব্যই জীবনের অভিজ্ঞতা থেকে।”
পুরো সেশন জুড়েই অনুপম খের নিজের জীবনের উদাহরণ দিয়ে নানা জীবনমন্ত্র ব্যাখ্যা করেন। তিনি বলেন কীভাবে ১৪ জন সদস্যের সঙ্গে ছোট, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ঘিঞ্জি পরিবেশেও তাঁর দাদু জীবনের প্রতি ছিলেন অত্যন্ত নিশ্চিন্ত ও উদার মানসিকতার। দারিদ্র্যের মধ্যেও কীভাবে তিনি সুখ খুঁজে নিতে শিখেছেন, স্নিগ্ধ স্মৃতিচারণায় উঠে আসে সেই শিক্ষার কথা।
“ব্যর্থতা একটি ঘটনা, মানুষ নয়।”
তরুণ বয়সের আরেকটি অভিজ্ঞতার কথা শোনান খের, যা তাঁর জীবনদর্শন গঠনে বড় ভূমিকা রেখেছে। বন দপ্তরের এক সাধারণ ক্লার্ক ছিলেন তাঁর বাবা। একটি রিপোর্ট কার্ড হাতে পেয়ে তিনি জানতে পারেন, ৬০ জনের ক্লাসে খেরের অবস্থান ৫৮তম। তবুও কোনও তিরস্কার নয়, দীর্ঘ নীরবতার পর তাঁর বাবা বলেন, “যে প্রথম হয়, তার ওপর সবসময় সেরা থাকার চাপ থাকে। কিন্তু যে ৫৮তম হয়েছে, তার সামনে উন্নতির অসংখ্য সুযোগ। তাই পরের বার ৪৮তম হয়ে এসো।” খের জানান, এই কথাই তাঁকে আজীবন বুঝিয়েছে - ব্যর্থতা কখনও মানুষকে সংজ্ঞায়িত করে না।
“নিজের বায়োপিকের নায়ক হয়ে ওঠো।”
একটির পর একটি জীবনের ঘটনা টেনে আনতে আনতে খের শ্রোতাদের অনবরত উৎসাহিত করেন নিজেদের দৃষ্টিভঙ্গি উন্নত করতে। তিনি ব্যাখ্যা করেন, ব্যক্তিত্ব মানেই নিজের সত্ত্বাকে স্বচ্ছন্দে গ্রহণ করা। তিনি প্রশ্ন তোলেন - “জীবন সহজই বা হবে কেন? সমস্যাহীনই বা হবে কেন? আপনার সমস্যাগুলোই আপনার বায়োপিককে করে তুলবে সুপারস্টার বায়োপিক।”
নিজেকে বিশ্বাস করার এবং নিজের জীবনের প্রধান চরিত্র হয়ে ওঠার আহ্বান জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে পুরো হলকে নিজের কথায় ধরে রাখেন অনুপম খের। সমাপ্তিতে তিনি বলেন,
“‘Giving up is not a choice’ শুধু একটি বাক্য নয় - এটি অবিশ্বাস্য কঠোর পরিশ্রমের নাম। যা চাইবেন, তার জন্য ত্যাগ করতে হবে, অধ্যবসায় ধরে রাখতে হবে। হতাশা আসবেই। কিন্তু হাল ছেড়ে দিলে সেখানেই গল্প থেমে যায়, বন্ধুরা।”
ইফি সম্পর্কে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে সুপ্রতিষ্ঠিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার-এর অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া (ESG)-এর যৌথ আয়োজনে এই উৎসব আজ এক বিশ্বব্যাপী চলচ্চিত্রশিল্পের শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে - যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিক চলচ্চিত্রের পাশে জায়গা পায় সাহসী নবীন পরীক্ষা-নিরীক্ষা, এবং কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের কাজ তুলে ধরেন প্রথমবারের শিল্পীরাও। ইফি-কে সত্যিকারের অনন্য করে তোলে তার বহুমাত্রিক বৈচিত্র্য - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাঞ্জলি, এবং প্রাণময় WAVES ফিল্ম বাজার, যেখানে ধারণা, অংশীদারি এবং সৃজনশীল সহযোগিতা উড়ে যায় নতুন দিগন্তে। গোয়ার মনোরম সমুদ্রতটকে পটভূমি করে ২০–২৮ নভেম্বর অনুষ্ঠিত ৫৬তম সংস্করণে প্রতিশ্রুত রয়েছে ভাষা, ধারা, উদ্ভাবন ও কণ্ঠস্বরের এক বর্ণময় সমাহার, বিশ্বমঞ্চে ভারতের সৃজনশীল দীপ্তির এক পূর্ণাঙ্গ উদ্যাপন।
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/
PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Post Link: https://x.com/PIB_Panaji/status/1991438887512850647?s=20
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
SC/SS.
रिलीज़ आईडी:
2196903
| Visitor Counter:
17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Konkani
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam