প্রধানমন্ত্রীরদপ্তর
টি-২০ বিশ্বকাপ জয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
28 NOV 2025 11:18AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে গতকাল টি-২০ বিশ্বকাপ জয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা খেলোয়াড়দের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার প্রশংসা করার পাশাপাশি, তাঁদের উৎসাহিতও করেন। তিনি বলেন, যাঁরা কঠিন পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যান, তাঁরা কখনও ব্যর্থ হন না। জীবনের সবক্ষেত্রেই এটি প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।
‘বন্দে মাতরম’-এর ১৫০ বছরের গুরুত্ব তুলে ধরে শ্রী মোদী বলেন, দলগত সংহতির মাধ্যমে একতা এবং জাতীয় গর্বের প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে তাঁর ব্যক্তিগত কাহিনীও ভাগ করে নেন। প্রধানমন্ত্রী তাঁদের বলেন, এই সাফল্য শুধুমাত্র বিশেষ ক্ষমতাসম্পন্নদেরই নয়, দেশের সমস্ত নাগরিককে অনুপ্রাণিত করবে। দেশের শিশুরাও এই ধরনের দৃঢ়তা ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মুখ উজ্জ্বল করার জন্য খেলোয়াড়দের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাঁদের শুভেচ্ছা জানান।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2195777)
आगंतुक पटल : 6