৫৬তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েভস ফিল্ম বাজারের বর্ণাঢ্য সমাপ্তি
#IFFIWood, ২৪ নভেম্বর, ২০২৫
৫৬তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েভস ফিল্ম বাজারের বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। পাঁচ দিনের এই বাজার সাক্ষী থেকেছে প্রাণবন্ত বিনিময়, বিশ্বব্যাপী সহযোগিতা এবং ব্যতিক্রমী সিনেমা প্রদর্শনীর। এই বাজারকে কেন্দ্র করে সৃজনশীলতা ও উদ্ভাবনের উদযাপনে সারা বিশ্বের বিশিষ্ট চলচ্চিত্রকার, শিল্প নেতা, প্রযোজক ও উদীয়মান প্রতিভার সমাবেশ ঘটেছে।
সমাপ্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ অজয় নাগভূষণ ও ডঃ কে কে নিরালা, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর শেখ প্রকাশ মাগদুম, ওয়েভস ফিল্ম বাজারের উপদেষ্টা জেরোম পেলার্ড, উৎসব অধিকর্তা শেখর কাপুর, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি ও শ্রীরাম রাঘবন, আন্তর্জাতিক অভিনেতা ব়্যাচেল গ্রিফিথস প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপ্তি অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ডঃ নাগভূষণ তাঁর বক্তব্যে ২০তম সংস্করণে ওয়েভস ফিল্ম বাজারের সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। শেখ মাগদুম পূর্ববর্তী নির্বাচিত প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেন।
উৎসবের বিশেষ মুহূর্তগুলি নিয়ে একটি ভিডিও প্রদর্শিত হয়।
প্রধান পুরস্কারগুলির ঝলক
কাকথেট – প্রথম সহ প্রযোজনা অনুদান (১০,০০০ ডলার)
উল্টা – দ্বিতীয় সহ প্রযোজনা অনুদান (৫,০০০ ডলার)
সিমহস্ত কুম্ভ – বিশেষ তথ্যচিত্র অনুদান (৫,০০০ ডলার)
দ্য ম্যানেজার, আজহি, উস্তাদ বান্টু – রেড সি ফান্ড পুরস্কার
নাজমা কা তরকা – প্লাটুন ওয়ান স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট গ্রান্ট
টিচার্স পেট, হোয়াইট গাই – কাস্টিং কোম্পানী অ্যাওয়ার্ড
সেভেন টু সেভেন – ইউসিসিএন সিটি অফ ফিল্ম বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড
বিস্তারিত দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/
PIB IFFIWood Broadcast Channel:http://https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Post Link:http://https://x.com/PIB_Panaji/status/1991438887512850647?s=20
SC/SD/SKD
Release ID:
2194189
| Visitor Counter:
4