প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রীর বিবৃতি

प्रविष्टि तिथि: 23 NOV 2025 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ নভেম্বর ২০২৫

 


মাননীয় প্রেসিডেন্ট রামাফোসা,

মাননীয় প্রেসিডেন্ট লুলা,

বন্ধুগণ,

নমস্কার!

প্রাণবন্ত এবং সৌন্দর্যে ভরা শহর জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের এই বৈঠকে যোগদান আমার আছে অত্যন্ত আনন্দের। আইবিএসএ শুধুমাত্র তিনটি দেশের একটি ফোরাম নয়, এটি হল তিনটি মহাদেশ, তিনটি প্রধান গণতান্ত্রিক শক্তি এবং তিনটি উল্লেখযোগ্য অর্থনীতির দেশকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। 

বন্ধুগণ,

আইবিএসএ নেতৃবৃন্দের আজকের এই বৈঠক ঐতিহাসিক এবং সময়োপযোগী। বিগত ৩ বছর ধরে আইবিএসএ-র অন্তর্ভুক্ত তিনটি দেশ জি২০-কে নেতৃত্ব দিয়েছে। তিনটি শীর্ষ বৈঠকে পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি। 

বন্ধুগণ,

আমরা কেউই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নই। তাই আইবিএসএ-কে অবশ্যই মিলিতভাবে বিশ্বের কাছে এই বার্তা পাঠাতে হবে যে, প্রাতিষ্ঠানিক সংস্কার শুধুমাত্র একটি পছন্দের বিষয় নয়, এটি হল অধিকার। 

একইভাবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করতে হবে। এক্ষেত্রে দ্বিমুখী অবস্থানের কোন জায়গা নেই। বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য সম্মিলিত এবং নির্ণায়ক পদক্ষেপ একান্ত জরুরি। 

বন্ধুগণ,

আজকের দুনিয়ায় প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত ডিজিটাল গণ পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আইবিএসএ নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে। এই প্রেক্ষাপটে আমরা “আইবিএসএ ডিজিটাল উদ্ভাবন জোট” গড়ার কথা বিবেচনা করতে পারি, যার মাধ্যমে ইউপিআই-এর মতো ডিজিটাল গণ পরিকাঠামো, সাইবার সুরক্ষা কাঠামো এবং মহিলা পরিচালিত প্রযুক্তির ক্ষেত্রে আমরা তিন দেশ পারস্পরিক সহযোগিতা করতে পারি। এর ফলে আমাদের ডিজিটাল অর্থনীতি আরও মজবুত হবে। 

বন্ধুগণ,

সুস্থিতিশীল অগ্রগতির লক্ষ্যে আইবিএসএ শুধুমাত্র একে অন্যের পরিপূরক হয়ে উঠবে না, বিশ্বের কাছে দৃষ্টান্ত তৈরি করতে পারে। বিশ্বের কল্যাণে আমরা একযোগে কাজ করতে পারি। এই ভাবনাকে সামনে রেখেই আইবিএসএ তহবিল গঠন করা হয়েছিল। এর সাহায্যে আমরা ৪০টি দেশে প্রায় ৫০টি প্রকল্প রূপায়িত করেছি। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য থেকে নারীর ক্ষমতায়ন, সৌরশক্তি প্রভৃতি।  

বন্ধুগণ,

আজকের বিশ্ব বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই রকম একটি সময়ে আইবিএসএ ঐক্য, সহযোগিতা এবং মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারে। এটি আমাদের তিনটি গণতান্ত্রিক দেশের দায়িত্ব এবং শক্তিও বটে।  

আপনাদের অসংখ্য ধন্যবাদ।

(প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে)

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2193323) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Urdu , Marathi , Assamese , Manipuri , Punjabi , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam