৫৬তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহাসিক এক কুচকাওয়াজ
#IFFIWood, ২০ নভেম্বর, ২০২৫
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ইফি এবারই প্রথম প্রচলিত চার দেওয়ালের গণ্ডী থেকে বেরিয়ে প্রাণবন্ত গোয়ার রাস্তায় নেমে এসেছে। এবার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ঐতিহাসিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই কুচকাওয়াজে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সকল শ্রেণীর মানুষের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ার রাজ্যপাল শ্রী পশুপতি অশোক গজপতি রাজু বলেন, “সৃজনশীল ভাবনার আদানপ্রদানের এক মঞ্চ হয়ে উঠেছে ইফি। এখানে চলচ্চিত্রের উৎকর্ষতা বজায় রাখার জন্য নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা গড়ে উঠেছে। গোয়ার বহুজাতিক চরিত্রের সঙ্গে সাযুজ্য রেখে এই রাজ্যের সমৃদ্ধশালী সংস্কৃতি আন্তর্জাতিক স্তরের সঙ্গে যোগাযোগকে শক্তিশালী করে তুলেছে। তাই, বিপুল সংখ্যক চলচ্চিত্র প্রেমীর এই আয়োজনে অংশগ্রহণ করা অত্যন্ত স্বাভাবিক”।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত তাঁর ভাষণে গোয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাণের গন্তব্য হিসেবে বর্ণনা করেছেন। “গোয়ায় আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে, আর তাই এই রাজ্য ইফি-র স্থায়ী ঠিকানা। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য্য চলচ্চিত্র নির্মাতাদের যেমন আকর্ষণ করে, পাশাপাশি আমাদের শক্তিশালী নীতিগুলি তাদের এখানে বার বার আসতে উৎসাহিত করে”। ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের প্রশংসা করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বলেছেন, “এই উৎসব শ্যামাপ্রসাদ মুখার্জী স্টেডিয়ামে নিয়মমাফিক শুরু হয়। তবে, এবছর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছে, যে উৎসব আমাদের রাজ্যগুলির বৈচিত্রপূর্ণ নানা উপাদনের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছে”। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভস-এর মতো আয়োজন দেশজুড়ে নতুন নতুন সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, এই প্রথম ইফি-র উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট মাপের এক কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই উৎসবে ৮০টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। কিংবদন্তী অভিনেতা নন্দামুড়ি বালাকৃষ্ণ-কে তাঁর চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্মান জানানো হয়।
SC/CB/SKD
Release ID:
2192455
| Visitor Counter:
3
Read this release in:
English
,
Manipuri
,
Urdu
,
Marathi
,
Konkani
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam