শ্রীমতী জেওন কিমের আন্তরিক বন্দে মাতরম উপস্থাপনায় উচ্ছ্বসিত গোয়া
#IFFIWood, ২০ নভেম্বর, ২০২৫
গোয়ায় ওয়েভস ফিল্ম বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা এক অপ্রত্যাশিত মর্মস্পর্শী মুহূর্তের সাক্ষী হলেন। বিশেষ অতিথি, কোরিয়া প্রজাতন্ত্রের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যা শ্রীমতী জেওন কিম মঞ্চে আন্তরিকতার সঙ্গে বন্দে মাতরম গানটি পরিবেশন করেন।
সারা দেশ যখন ভারতের এই জাতীয় স্তোত্রের সার্ধশতবার্ষিকী উদযাপন করছে, তখন এই আন্তরিক উপস্থাপনা উৎসবে এক গভীর অর্থবহ মাত্রা যোগ করেছে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি কিম যে মর্যাদা ও আন্তরিকতা প্রদর্শন করেছেন, তাতে দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে ঊষ্ণ করতালিতে ভরিয়ে দেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান প্রাণবন্ত উপস্থাপনার পাশাপাশি, বন্দে মাতরম – এর সম্পূর্ণ সংস্করণটি গাওয়ার জন্য কিমের ভুয়সী প্রশংসা করেন। শ্রীমতী কিম একটি কোরীয় গানও পরিবেশন করেন। এই আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর, প্রতিনিধি ও গল্পকথকদের এই সমাবেশে শ্রীমতী কিমের অসাধারণ উপস্থাপনা আরও একবার বুঝিয়ে দিয়েছে যে, শিল্প ও আবেগ অনায়াসে যে কোনও সীমানাকে অতিক্রম করে যেতে পারে।
ওয়েভস বাজার সম্পর্কে -
২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম - এনএফডিসি এটিও চালু করে। আগে এর নাম ছিল ফিল্ম বাজার। বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র বাজার হয়ে উঠেছে। আজ উদ্বোধন হওয়া এই বাজারে ৩০০টিরও বেশি চলচ্চিত্র প্রকল্প রয়েছে। এখানে চিত্রনাট্যকারদের ল্যাব, মার্কেট স্ক্রিনিং, ভিউয়িং রুম লাইব্রেরী এবং কো-প্রোডাকশন মার্কেটেরও ব্যবস্থা রয়েছে। কো-প্রোডাকশন মার্কেটে ২২টি কাহিনীচিত্র এবং ৫টি তথ্যচিত্র রয়েছে। ওয়েভস ফিল্ম বাজারের রেকমেন্ডস বিভাগে রয়েছে – ২২টি উল্লেখযোগ্য চলচ্চিত্র।
আইএফএফআই সম্পর্কে –
১৯৫২ সালে ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উদযাপন। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম – এনএফডিসি, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং গোয়া সরকারের এন্টারটেইনমেন্ট সোস্যাইটি অফ ইন্ডিয়া যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এখানে বিশ্ব সিনেমার ধ্রুপদী চলচ্চিত্র সংরক্ষণের পরীক্ষা-নিরীক্ষা চলে। চলচ্চিত্র জগতের কিংবদন্তীদের সঙ্গে একই পথে হেঁটে যান তরুণ চলচ্চিত্র প্রেমীরা। গোয়ার চোখ ধাঁধানো সামুদ্রিক প্রেক্ষাপটে এবার নভেম্বরের ২০-২৮ তারিখ পর্যন্ত ৫৬তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে বিশ্বমঞ্চে ভারতের সৃজনশীল উৎকর্ষের ঝলক ফুটে উঠবে বিভিন্ন ভাষা, গোত্র, উদ্ভাবন ও কন্ঠস্বরের সম্মিলনে।
বিশদ তথ্যের জন্য এই লিঙ্কগুলি দেখুন –
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56new/
PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
SC/SD/SB
Release ID:
2192437
| Visitor Counter:
6
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Konkani
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam