প্রধানমন্ত্রীরদপ্তর
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের স্বাভাবিক প্রবেশদ্বার হিসেবে উত্তরপূর্ব ভারতের আত্মপ্রকাশ নিয়ে একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
Posted On:
09 NOV 2025 11:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ নভেম্বর, ২০২৫
উত্তরপূর্ব ভারত কীভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের স্বাভাবিক প্রবেশদ্বার হয়ে উঠছে, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নিবন্ধটিতে 'অষ্টলক্ষ্মী' হিসেবে উত্তর-পূর্ব ভারতের উত্থানের কথা তুলে ধরেছেন তিনি।
এক্স-এ শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার একটি পোস্টের প্রত্যুত্তরে তিনি লিখেছেন :
“এই অন্তর্দৃষ্টিমূলক নিবন্ধটিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JM_Scindia তাঁর উত্তর-পূর্ব ভারত সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, এর সৌন্দর্য ও এখানকার মানুষের অদম্য চেতনাকে তুলে ধরেছেন।
উত্তরপূর্ব ভারতকে ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে তুলে ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি কীভাবে ভারতের স্বাভাবিক প্রবেশদ্বার হয়ে উঠছে, তা ব্যাখ্যা করেছেন মন্ত্রী। তিনি জোর দিয়ে বলেছেন, উত্তরপূর্ব শুধুমাত্র ভারতের সীমান্ত নয়, এটি এখন দেশের অগ্রগতির মুখ হয়ে উঠেছে।”
SC/MP/NS…
(Release ID: 2188095)
Visitor Counter : 4