তথ্যওসম্প্রচারমন্ত্রক
স্টার্টআপ অ্যাক্সিলেটর ওয়েভএক্স ২০ – ২৪ নভেম্বর, ২০২৫ গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) – এ ওয়েভস বাজারে যোগ দিতে স্টার্টআপ-গুলিকে আমন্ত্রণ জানিয়েছে
Posted On:
06 NOV 2025 12:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রক গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েভএক্স পরিচালিত ওয়েভস বাজারের এক্সক্লুসিভ স্টার্টআপ শো-কেস জোন, ওয়েভএক্স বুথের বুকিং শুরুর ঘোষণা করেছে।
এভিজিসি – এক্সআর (অ্যানিমেশন ভিজ্যুয়াল এফেক্টস গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি) এবং বিনোদন ক্ষেত্রের উদীয়মান স্টার্টআপ-গুলির সঙ্গে এই শিল্পের বিশ্বনেতা, বিনিয়োগকারী ও প্রোডাকশন স্টুডিও-গুলির সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা এই উদ্যোগের উদ্দেশ্য।
ফিল্ম বাজারের পাশেই ২০ – ২৪ নভেম্বর এই ওয়েভস বাজার বসবে। সারা বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া পেশাদাররা এই বাজারে আসবেন।
প্রতিটি বুথে স্টলের জন্য মাত্র ৩০ হাজার টাকা দিতে হবে (শেয়ারিং – এর ভিত্তিতে)। অংশগ্রহণকারী স্টার্টআপ-গুলি যেসব সুবিধা পাবে, তা হ’ল –
• দুটি ডেলিগেট পাস
• মধ্যাহ্ন ভোজন এবং চা-জলখাবার
• সন্ধ্যায় নেটওয়ার্কিং – এর সুযোগ
• বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা, মিডিয়া ও প্রযুক্তি পেশাদারদের সঙ্গে সরাসরি সংযোগ
আগ্রহী স্টার্টআপ-গুলি http://wavex.wavesbazaar.com – এই লিঙ্কে নাম নথিভুক্ত করতে পারে। কোনও প্রশ্ন থাকলে, তা wavex-mib[at]gov[dot]in – এ পাঠানো যেতে পারে।
স্টল সংখ্যা সীমিত। এগুলি আগে এলে আগে পাবেন, ভিত্তিতে বিতরণ করা হবে।
SC/SD/SB
(Release ID: 2186968)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam