তথ্যওসম্প্রচারমন্ত্রক
আইএফএফআই ২০২৫-এর জন্য সংবাদ মাধ্যমের অ্যাক্রেডিটেশন করার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে
Posted On:
05 NOV 2025 5:41PM by PIB Kolkata
মুম্বাই, ৫ নভেম্বর, ২০২৫
৫৬-তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব (আইএফএফআই) কভার করার জন্য সংবাদমাধ্যমের অ্যাক্রেডিটেশন করানোর সময়সীমা ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসমস্ত সাংবাদিক এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
অ্যাক্রেডিটেশন পোর্টালটি খোলা থাকবেঃ
https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx -তে
অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত সাংবাদিকরা চলচ্চিত্র প্রদর্শন, মাস্টার ক্লাস, প্যানেল আলোচনা এবং সাংবাদিক সম্মেলন সহ বিশেষ মহোৎসব কর্মসূচিতে প্রবেশাধিকার পাবেন।
এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) ১৮ নভেম্বর পানাজিতে পিআইবি-র সহযোগিতায় অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত সাংবাদিকদের জন্য এক চলচ্চিত্র মূল্যায়ন পাঠ্যক্রমের আয়োজন করবে। অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত সাংবাদিকদের ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’-এর ভিত্তিতে এতে অংশ নেওয়ার সুযোগ প্রদান করা হবে।
যেসমস্ত সাংবাদিক আইএফএফআই ২০২৫-এ অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তাঁদের শীঘ্রই জানানো হবে। সাহায্যের জন্য সাংবাদিকরা পিআইবি, আইএফএফআই, মিডিয়া সহায়তা ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পারেনঃ
http://iffi.mediadesk@pib.gov.in
আইএফএফআই এশিয়ার একটি প্রধান চলচ্চিত্রে উৎসব, যা প্রতিবছর গোয়াতে অনুষ্ঠিত হয়, কয়েক হাজার চলচ্চিত্র পেশাদার এবং উৎসাহীদের একমঞ্চে নিয়ে আসে। সাংবাদিকদের বর্ধিত সময়ের আগেই নিজেদের আবেদন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
SC / AP /AG
(Release ID: 2186903)
Visitor Counter : 3