প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মেরি মাটি মেরা দেশ অভিযানের অমৃত কলস যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

Posted On: 31 OCT 2023 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে মেরি মাটি মেরা দেশ অভিযানের অমৃত কলস যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানকে সূচিত করল। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমৃত বাটিকা এবং অমৃত মহোৎসব স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেইসঙ্গে মেরা যুবা ভারতের সূচনা করেন। দেশের যুব সম্প্রদায়ের স্বার্থে এই MY Bharat মঞ্চ। 

শ্রী মোদী প্রথম তিনটি সফল রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলকে এমনকি মন্ত্রক এবং দপ্তরকে আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কার দেন। সফল তিনটি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হল, জম্মু-কাশ্মীর, গুজরাট এবং হরিয়ানা ও রাজস্থান যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করে। প্রথম তিনটি সফল মন্ত্রক হল বিদেশ, প্রতিরক্ষা এবং রেল ও শিক্ষা যুগ্মভাবে তৃতীয় স্থানে। 

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সর্দার সাহেবের জন্মবার্ষিকীতে কর্তব্যপথ মহাযোগজ্ঞ প্রত্যক্ষ করছে বলে জানান। প্রসঙ্গত, ১২ মার্চ ২০২১-এর কথা স্মরণ করে তিনি বলেন, মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রায় অনুপ্রাণিত হয়ে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা। সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে ৩১ অক্টোবর ২০২৩ আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। ডান্ডি যাত্রার তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, তাতে সমস্ত ভারতবাসী যেমন যোগ দিয়েছিলেন, আজাদি কা অমৃত মহোৎসবও জনঅংশগ্রহণের নতুন রেকর্ড গড়েছে। প্রধানমন্ত্রী বলেন, ডান্ডি অভিযান স্বাধীনতার অগ্নিশিখাকে উদ্দীপ্ত করেছিল। আর অমৃতকাল ভারতের উন্নয়ন যাত্রার ৭৫ বছর পূর্তির সংকল্প। 

ভারতীয় যুব সম্প্রদায় প্রতিটি লক্ষ্য অর্জনে যে সফল হতে পারে, তার উজ্জ্বল নমুনা হল, মেরি মাটি, মেরা দেশ অভিযান। দেশের নানা প্রান্ত থেকে আগত অনন্ত যুব অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশ থেকে ৮,৫০০ অমৃত কলস কর্তব্য পথে এসে পৌঁছেছে। কোটি কোটি ভারতবাসী পঞ্চপ্রাণের শপথ নিয়েছে। 

আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তিতে মৃত্তিকা ব্যবহারের কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ এমন দেশের মাটি, যেখানে সভ্যতার উদ্ভব হয়েছে। এবং মানব সভ্যতার অগ্রগতির কালের ছাপ এতে রয়ে গেছে। তিনি বলেন, ভারতের মৃত্তিকা হচ্ছে চেতনা। এর জীবন্ত সত্তা রয়েছে। সভ্যতা কখনও এখানে মুখ থুবড়ে পড়েনি। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের নানা প্রান্ত থেকে আনা চারাগাছ নিয়ে অমৃত বাটিকা স্থাপন করা হবে যা আগামী প্রজন্মকে এক ভারত, শ্রেষ্ঠ ভারতের শিক্ষা দেবে। তিনি জানান, দেশের সব রাজ্যের মাটি দিয়ে ৭৫ জন মহিলা শিল্পী নতুন সংসদ ভবনের জন জননী জন্মভূমি শিল্পকর্ম গড়ে তুলেছে। 

প্রধানমন্ত্রী বলেন, আজাদি কা অমৃত মহোৎসবের সদর্থক বিষয় হল, ১০০০ দিন ধরে চলা এই উৎসব তরুণ প্রজন্মের ওপরে সদর্থক প্রভাব ফেলেছে। তিনি বলেন, আজকের প্রজন্মের দাসত্বের অভিজ্ঞতা হয়নি এবং স্বাধীন ভারতে জন্ম নেওয়া তিনি প্রথম প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, অমৃত মহোৎসবকে জন আন্দোলনের রূপ দিয়েছে। হর ঘর তিরঙ্গা প্রত্যেক ভারতীয়ের সাফল্যকে তুলে ধরে। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের জেলাভিত্তিক ডেটাবেস গড়ে তোলা হয়েছে। 

আজাদি কা অমৃত মহোৎসবে ভারতের সাফল্য তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের প্রথম পাঁচটি অর্থনীতির দেশের একটি হয়ে উঠেছে। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ, জি২০ শিখর সম্মেলন আয়োজন, এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমস-এ ১০০-রও বেশি পদক জয়ের রেকর্ড, নতুন সংসদ ভবনের উদ্বোধন এবং নারীশক্তি বন্দন অধিনিয়মের পথ তৈরি হওয়া, রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড, কৃষি উৎপাদন, বন্দে ভারত ট্রেন নেটওয়ার্কের প্রসার, অমৃত ভারত ট্রেন অভিযানের সূচনা, দেশের প্রথম আঞ্চলিক র্যা পিড নমো ভারত, ৬৫০০০-এরও বেশি অমৃত সরোবর তৈরি, ভারতে তৈরি ৫জি-র সূচনা ও প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধনে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আজাদি কা অমৃত মহোৎসবে দেশ রাজপথ থেকে কর্তব্যপথে যাত্রা সম্পূর্ণ করেছে। আমরা দাসত্বের অনেক প্রতীককে সরিয়ে দিয়েছি। ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপন, নৌ বাহিনীর নতুন স্মারক, আন্দামান-নিকোবরের দ্বীপগুলির অনুপ্রেরণাদায়ক নাম, সাহিবজাদের স্মরণে জাতীয় গৌরব দিবস, বীর
বাল দিবসের ঘোষণা এবং প্রত্যেক বছর ১৪ আগস্টকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।

দেশ গঠনের কাজে যুব সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের ওপর আলোকপাত করে  MY Bharat ওয়েবসাইট চালুর কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 

ভাষণ শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি মানুষের সংকল্পের পূর্ণতা দেশের স্বাধীনতা। ঐক্যের ভাবধারার সঙ্গে একে রক্ষা করতে হবে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার সংকল্পের কথা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে এই বিশেষ দিনটির কথা স্মরণ করা হবে। উন্নত ভারতের সংকল্প অর্জনে প্রত্যেক ভারতীয়ের অবদান গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বিকশিত ভারতের লক্ষ্যে অমৃত মহোৎসবের মধ্যে দিয়ে অমৃতকালের নতুন যাত্রা সূচনার ডাক দেন প্রধানমন্ত্রী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 
***


SSS/AB/NS…. 


(Release ID: 2179904) Visitor Counter : 7