প্রধানমন্ত্রীর দপ্তর

প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি মেরি মাটি মেরা দেশ অভিযান ও অমৃত কলশ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন

অমৃত ভাটিকা এবং অমৃত মহোৎসব স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন
'মেরা যুব ভারত'- আমার ভারত (মাই ভারত) প্ল্যাটফর্ম সূচনা

Posted On: 31 OCT 2023 7:14PM by PIB Agartala

নতুন দিল্লি, ৩১ অক্টোবর, ২০২৩।। প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লিতে কর্তব্য পথে মেরি মাটি মেরা দেশ অভিযানের  অন্তর্গত অমৃত কলশ যাত্রার সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানেরও অঙ্গ ছিল। অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী অমৃত ভাটিকা এবং অমৃত মহোৎসব স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দেশের যুবকদের জন্য ‘মেরা যুব ভারত’- আমার ভারত প্ল্যাটফর্ম চালু করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী আজাদি কা অমৃত মহোৎসব পুরস্কার প্রদান করেন। এব্যাপারে সেরা ৩ টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি মন্ত্রক ও বিভাগগুলিকে পুরস্কৃত করা হয়। সেরা তিন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু ও কাশ্মীর, গুজরাট এবং যৌথ ভাবে হরিয়ানা এবং রাজস্থান। এই অভিযানে অনবদ্য অবদান রাখার জন্য সেরা মন্ত্রকের পুরস্কার পায় পররাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং যৌথ ভাবে তৃতীয় স্থানাধিকারী রেল ও শিক্ষা মন্ত্রক।

এ উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে কর্তব্য পথ এক মহাযজ্ঞের সাক্ষী হচ্ছে। মহাত্মাগান্ধীর ডান্ডি অভিযানের অনুপ্রেরণায় ২০২১ সালের ১২ ই মার্চ কে স্মরণ করে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা হয়। ডান্ডি মার্চ যাত্রার সাথে একটি সাদৃশ্য রচনা করে, প্রধানমন্ত্রী আজ ৩১ শে অক্টোবর ২০২৩-এ সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী এদিন আজাদি কা অমৃত মহোৎসবের ওপর  আলোকপাত করেনা।

আজাদি কা অমৃত মহোৎসবের দুই বছরের দীর্ঘ উদযাপন ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযানের মাধ্যমে শেষ হল বলে উল্লেখ করেন তিনি। তিনি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও উল্লেখ করেছেন যা ভবিষ্যত প্রজন্মকে আজকের ঐতিহাসিক সংগঠনের কথা মনে করিয়ে দেবে। তিনি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং মন্ত্রকগুলিকেও অভিনন্দন জানিয়েছেন যারা সেরা অবদানের জন্য পুরষ্কার পেয়েছে৷ তিনি উল্লেখ করেন যে আমরা একটি বর্ণিল উদযাপনকে বিদায় জানাচ্ছি, আমরা 'আমার ভারত'-এর সাথে একটি নতুন সংকল্প গ্রহণ শুরু করছি। 'আমার ভারত' সংস্থা একুশ শতকে জাতি গঠনে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে।

ভারতীয় যুবকদের সম্মিলিত শক্তির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের যুবকরা কীভাবে সংগঠিত হতে পারে এবং প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারে তার একটি জীবন্ত উদাহরণ হলো মেরি মাটি মেরা দেশ অভিযান।" প্রধানমন্ত্রী মোদি দেশের  প্রতিটি প্রান্ত থেকে অগণিত যুবকদের অংশগ্রহণের কথা তুলে ধরে বলেন যে সারা দেশ থেকে ৮৫০০ অমৃত কলশ কর্তব্য পথে এসে পৌঁছেছে এবং কোটি কোটি ভারতীয় পঞ্চ প্রাণের সংকল্প নিয়েছে এবং ওয়েবসাইটে সেলফি আপলোড করেছে।

আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কেন মাটিকে উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছিল তা ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী জনৈক কবির কথা উদ্ধৃত করে বলেন, যে এটি সেই দেশের মাটি যেখানে সভ্যতার বিকাশ সূচিত হয়েছিল, যেখানে মানুষ প্রভূত উন্নতি সাধন করেছিল এবং এর ছাপ রয়ে গেছে যুগ যুগ ধরে। “ভারতের মাটিতে চেতনা আছে। তার একটি জীবন্ত রূপ রয়েছে যা সভ্যতার পতনকে রোধ করেছে”, শ্রী মোদী বলেন, ভারত এখনও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাশাপাশি বহু সভ্যতা ভেঙে পড়েছে। "ভারতের মাটি আধ্যাত্মিকতার ও আত্মার মধ্যে একটি সখ্যতা তৈরি করে", প্রধানমন্ত্রী ভারতের বীরত্বের অসংখ্য কাহিনী তুলে ধরেন এবং শহীদ ভগত সিং-এর অবদানের কথা উল্লেখ করেন। প্রতিটি নাগরিক কীভাবে মাতৃভূমির মাটিতে গভীরভাবে প্রোথিত তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের মাটির ঋণ শোধ না করলে জীবন ধারনের মানে কি!" তিনি বলেন, দিল্লিতে আগত হাজার হাজার "অমৃত কলশের মাটি প্রত্যেককে তাঁদের কর্তব্য বা কর্তব্যের অনুভূতির কথা স্মরণ করিয়ে দেবে এবং প্রত্যেককে একটি বিকশিত ভারতের সংকল্পের প্রতি অনুপ্রাণিত করবে।" তিনি সবাইকে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের সকল প্রান্ত থেকে চারা নিয়ে এসে যে অমৃত ভাটিকা প্রতিষ্ঠিত হবে তা আগামী প্রজন্মকে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ সম্পর্কে শিক্ষা দেবে। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনে জন, জননী, জন্মভূমির শিল্পকর্ম সম্পর্কে জানান যা সমস্ত রাজ্যের মাটি নিয়ে ৭৫ জন মহিলা শিল্পী তৈরি  করেছেন। 

প্রধানমন্ত্রী বলেন যে আজাদি কা অমৃত মহোৎসব যা প্রায় ১০০০ দিন ধরে চলেছিল তার সবচেয়ে ইতিবাচক প্রভাব ভারতের তরুণ প্রজন্মের উপর পড়েছে। তিনি বলেন যে আজকের প্রজন্ম দাসত্বের অভিজ্ঞতা পায়নি এবং তিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রীও। তিনি বলেন, অমৃত মহোৎসব জনগণকে স্মরণ করিয়েছে যে বিদেশি শাসনকালে এমন একটি মুহূর্তও ছিল না যখন স্বাধীনতার জন্য কোনো আন্দোলন হয়নি এবং কোনো অংশ বা অঞ্চল এই আন্দোলনের দ্বারা যুক্ত ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, "অমৃত মহোৎসব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের হারিয়ে যাওয়া পাতাগুলোকে এককভাবে যুক্ত করেছে।" তিনি বলেন, ভারতের জনগণ অমৃত মহোৎসবকে জনগণের আন্দোলনে পরিণত করেছে। হর ঘর তিরঙ্গার সাফল্য প্রত্যেক ভারতীয়ের সাফল্য। মানুষ স্বাধীনতা সংগ্রামে তাদের পরিবার ও গ্রামের অবদান সম্পর্কে জানতে পারে। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের জেলাভিত্তিক ডাটাবেস তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী অমৃত মহোৎসব চলাকালীন ভারতের সাফল্যের কাহিনীও তুলে ধরেন এবং বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনীতিতে ভারতের উত্থান, চন্দ্রযান-৩ এর সফল অবতরণ, জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন, এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমসে ১০০ টিরও বেশি পদক জেতার ঐতিহাসিক রেকর্ডের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন, নারী শক্তি বন্দন অধিনিয়ম, কৃষিপণ্য রপ্তানিতে নতুন রেকর্ড, বন্দে ভারত ট্রেন নেটওয়ার্কের সম্প্রসারণ, অমৃত ভারত স্টেশন অভিযানের সূচনা, দেশের প্রথম আঞ্চলিক দ্রুত ট্রেন নমো ভারত, ৬৫,০০০-এর বেশি তৈরি অমৃত সরোবর, ভারতে তৈরি ৫-জি প্রযুক্তি-র সূচনা ও সম্প্রসারণ, এবং যোগাযোগ উন্নত করার জন্য পি এম গতি শক্তি মাস্টার প্ল্যান চালু করার কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “আজাদী কা অমৃত মহোৎসবের সময়, দেশ রাজপথ থেকে কর্তব্য পথে যাত্রা শেষ করেছিল। আমরা দাসত্বের অনেক চিহ্ন সরিয়ে দিয়েছি।" তিনি এদিন ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি, নৌবাহিনীর নতুন চিহ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনুপ্রেরণামূলক নাম, জনজাতি গৌরব দিবসের ঘোষণা, সাহেবজাদের স্মরণে বীর বাল দিবস এবং বিভাজন বিভক্তিকে স্মরণ করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।

*****

SKC/TD/KMD



(Release ID: 1973608) Visitor Counter : 114


Read this release in: English