প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সুবিধাপ্রাপকদের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

Posted On: 16 DEC 2023 6:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাঁদের উদ্দেশে বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সূচনা করেন। 

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এই পাঁচটি রাজ্যে সঙ্কল্প যাত্রার সূচনার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। ‘মোদী কি গ্যারান্টি গাড়ি’ এখন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে। এক মাসের মধ্যে এই যাত্রা হাজার হাজার গ্রাম এবং ১,৫০০ শহরে পৌঁছেছে। নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় এর আগে এই যাত্রা শুরু করা যায়নি। এই পাঁচটি রাজ্যের নবনির্বাচিত সরকারগুলিকে প্রধানমন্ত্রী তাদের রাজ্যে এই যাত্রার দ্রুত সম্প্রসারণের আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, মোদী এই যাত্রার সূচনা করলেও, আজ দেশের নাগরিকরা এর দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি ‘মোদী কি গ্যারান্টি গাড়ি’কে স্বাগত জানানোর জন্য প্রভূত উৎসাহের উল্লেখ করেন। 

বিকশিত ভারত সঙ্কল্প যাত্রায় যোগ দিয়ে গ্রামীণ এলাকায় তিনি পিএম কিষাণ সম্মান নিধি, প্রাকৃতিক কৃষি, গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক এবং গ্রামোন্নয়ন নিয়ে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রী জানান। আজকের সমাবেশে বিপুল সংখ্যক শহুরে বাসিন্দাদের যোগ দেওয়ার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের আলোচনায় নগরোন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারত গড়ার ক্ষেত্রে শহরগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যা কিছু উন্নয়ন হয়েছে, সবই বড় কয়েকটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ আমরা টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলির উন্নয়নে জোর দিচ্ছি। এই প্রসঙ্গে তিনি অমৃত মিশন এবং স্মার্ট সিটি মিশনের উল্লেখ করেন। এগুলির মাধ্যমে ছোট শহরগুলিতে জীবনযাপনের মানোন্নয়ন ঘটানো হচ্ছে। সেখানকার ব্যবসা করার পরিবেশ সহজ করার পাশাপাশি, সেখানে যাতায়াত করা যাতে স্বাচ্ছন্দ্যের হয়ে ওঠে, সেদিকে নজর রাখা হচ্ছে। দরিদ্র, নব্য-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, ধনী – সকল শ্রেণী এর সুবিধা ভোগ করছেন। 

করোনা অতিমারীর সময়ে সরকারি সহযোগিতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐ সময়ে ২০ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়েছে। বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হয়েছে। দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়েছে ছোট ব্যবসাগুলিকে। পথবিক্রেতাদের ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় এনে পিএম স্বনিধি যোজনার আওতায় তাঁদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত ১.২৫ লক্ষ মানুষ পিএম স্বনিধির আওতায় ঋণ গ্রহণের আবেদন জানিয়েছেন। এঁদের প্রায় ৪৫ শতাংশ মহিলা এবং ৭৫ শতাংশেরও বেশি দলিত, অনগ্রসর ও জনজাতি সম্প্রদায়ভুক্ত।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শহরের বাসিন্দাদের জন্য সামাজিক সুরক্ষা জাল প্রসারিত করছে। অটল পেনশন যোজনায় ৬ কোটি নথিভুক্ত ব্যক্তিকে ৬০ বছর বয়সের পর মাসিক ৫ হাজার টাকা করে পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। পিএম সুরক্ষা বিমা যোজনা ও জীবনজ্যোতি যোজনায় ২ লক্ষ টাকা পর্যন্ত জীবনবিমার সুরক্ষা দেওয়া হচ্ছে। এইসব প্রকল্পের ১৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক দায় ইতিমধ্যেই মেটানো হয়েছে। 

আয়কর ছাড় ও চিকিৎসার খরচ কমিয়ে সরকার শহরের পরিবারগুলির খরচ কমাবার চেষ্টা করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, আয়ুষ্মান ভারত যোজনার আওতায় কোটি কোটি দরিদ্র শহুরে বাসিন্দাকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। এর ফলে তাঁরা চিকিৎসা খরচে ১ লক্ষ কোটি টাকা সাশ্রয় করতে পেরেছেন। জন ঔষধি কেন্দ্রগুলি থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যাচ্ছে। এতে গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর ২৫ হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে। সরকার জন ঔষধি কেন্দ্রের সংখ্যা আরও বাড়াবার সিদ্ধান্ত নিয়েছে। উজালা যোজনার আওতায় এলইডি বাল্ব বিপ্লব পরিবারগুলির বিদ্যুৎ বিলে সাশ্রয় ঘটিয়েছে। 

‘এক জাতি এক রেশন কার্ড’ প্রকল্প পরিযায়ী শ্রমিকদের প্রভূত উপকারে এসেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, গত ৯ বছরে দরিদ্র পরিবারগুলির জন্য ৪ কোটিরও বেশি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি বাড়ি পেয়েছেন শহরের দরিদ্র বাসিন্দারা। যাঁদের নিজস্ব বাড়ি নেই, তাঁরা যাতে কম ভাড়ায় শহরাঞ্চলে থাকতে পারেন, সেজন্য সরকার ঋণ-ভিত্তিক ভর্তুকি প্রকল্প চালু করেছে বলে তিনি জানান। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শহরে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জন-পরিবহণ। গত ১০ বছরে এই ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। পনেরোটি নতুন শহরে মেট্রো চলাচল শুরু হয়েছে। আরও ২৭-টি শহরে মেট্রোর কাজ শেষ হয়েছে বা চলছে। পিএম ই-বাস সেবা অভিযানের আওতায় বিভিন্ন শহরে ইলেক্ট্রিক বাস চালানো হচ্ছে। মাত্র দু-তিন দিন আগেই দিল্লিতে ৫০০-টি নতুন ইলেক্ট্রিক বাস পথে নামানো হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, ‘মোদী কি গ্যারান্টি গাড়ি’ যুব সমাজ ও মহিলাদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি সবাইকে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সুযোগ-সুবিধা গ্রহণ করে বিকশিত ভারতের সঙ্কল্পকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

 

SSS/SD/DM...


(Release ID: 2179317) Visitor Counter : 7