প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

চাপ কাটিয়ে সাফল্যের লক্ষ্যে পরীক্ষা পে চর্চা, হাসিমুখে পরীক্ষা ভীতিকে দূর করুন: প্রধানমন্ত্রী

Posted On: 14 DEC 2023 9:50PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৪ ডিসেম্বর ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষা পে চর্চার লক্ষ্য হল, চাপকে সাফল্যে রূপান্তরিত করা, সেইসঙ্গে হাসিমুখে পরীক্ষার ভীতিকে দূর করা। 

এক্স-হ্যান্ডেলে পরীক্ষা পে চর্চা ২০২৪-এ অংশগ্রহণের জন্য পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের কাছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে। 

https://innovateindia.mygov.in/ppc-2024/ - এই লিঙ্কের মাধ্যমে প্রত্যেকেই এতে অংশ নিতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি মত বিনিময় করতে পারেন। 

এক্স-এ শিক্ষা মন্ত্রকের এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:

“#ParikshaPeCharcha-র লক্ষ্য হল, চাপকে সাফল্যে পরিণত করা, #ExamWarriors-দের হাসিমুখে পরীক্ষা ভীতিকে দূর করার ব্যাপারে সক্ষম করে তোলা। কে বলতে পারে, আমাদের এই আলাপচারিতা থেকে পড়াশোনায় পরবর্তী বড় সাফল্যের সূত্র মিলতে পারে!” ।


****

SSS/MP/CS


(Release ID: 2178989) Visitor Counter : 2