প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কোয়াড নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের রূপান্তর

Posted On: 22 SEP 2024 2:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৪

 

মান্যবর,
রাষ্ট্রপতি বাইডেন,
প্রধানমন্ত্রী কিশিদা,
এবং
প্রধানমন্ত্রী আলবানিজ,

আমার তৃতীয় মেয়াদের সূচনালগ্নে বন্ধুদের সঙ্গে আজকের কোয়াড শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোয়াডের ২০-তম বার্ষিকী উদযাপনের জন্য রাষ্ট্রপতি বাইডেনের নিজ শহর উইলমিংটনের চেয়ে উপযুক্ত স্থান আর হতে পারে না। ‘অ্যামট্রাক জো’ হিসেবে আপনি যেমন এই শহর এবং ‘ডেলাওয়্যার’-এর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন, তেমনি আপনি কোয়াডের সঙ্গেও এক দৃঢ় বন্ধন স্থাপন করেছেন।

আপনার নেতৃত্বে ২০২১ সালে প্রথম কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এবং অল্প সময়ের মধ্যেই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অভূতপূর্ব সম্প্রসারন করেছি। এই সাফল্যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোয়াডের প্রতি আপনার অটল অঙ্গীকার, নেতৃত্ব ও অবদানের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বন্ধুগণ,

আমাদের বৈঠক নানান আন্তর্জাতিক উত্তেজনা ও সংঘাতের সময়ে অনুষ্ঠিত হচ্ছএ। এমন পরিস্থিতিতে মানবতার বৃহত্তর কল্যাণে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে কোয়াডের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা কারও বিরুদ্ধে নই। আমরা সবাই নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, এবং সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

স্বাধীন, উন্মুক্ত, সংহত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলই আমাদের অগ্রাধিকার এবং যৌথ অঙ্গীকার। স্বাস্থ্য, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলিতে আমরা একসঙ্গে বহু ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের বার্তা স্পষ্টঃ সহযোগিতা, অংশীদারিত্ব বাড়ানো এবং সমস্যার মীমাংসায় কোয়াড ভূমিকা পালন করে চলবে।

আরও একবার, আমি রাষ্ট্রপতি বাইডেন এবং আমার সকল সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা ২০২৫ সালে ভারতে কোয়াড নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন আয়োজনের অপেক্ষায় রয়েছি।

ধন্যবাদ।

স্বীকৃতি – এটি প্রধানমন্ত্রীর মূল হিন্দি বক্তব্যের আনুমানিক বাংলা অনুবাদ। 


**
SSS/RS


(Release ID: 2177610) Visitor Counter : 4