প্রধানমন্ত্রীরদপ্তর
প্রাপ্তির তালিকা : ব্রিটেনের প্রধানমন্ত্রীর ভারত সফর
Posted On:
09 OCT 2025 1:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ অক্টোবর, ২০২৫
ক্রমিক সংখ্যা
|
বিষয়
|
I. প্রযুক্তি ও উদ্ভাবন
|
১.
|
ভারত-ব্রিটেন যোগাযোগ ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন।
|
২.
|
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ভারত-ব্রিটেন যৌথ কেন্দ্র স্থাপন।
|
৩.
|
ভারত-ব্রিটেন গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণাগারের দ্বিতীয় পর্বের কাজের সূচনা এবং আইআইটি-আইএসএম ধানবাদে একটি নতুন স্যাটেলাইট ক্যাম্পাস স্থাপন।
|
৪.
|
সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা এবং সবুজ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে ক্রিটিক্যাল মিনারেল ইন্ডাস্ট্রি গিল্ড স্থাপন।
|
II. শিক্ষা
|
৫.
|
বেঙ্গালুরুতে ল্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু নিয়ে সম্মতিপত্র হস্তান্তর।
|
৬.
|
গিফট সিটিতে সারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালুর ক্ষেত্রে নীতিগত অনুমোদন।
|
III. বাণিজ্য ও বিনিয়োগ
|
৭.
|
পুনর্গঠিত ভারত-ইউকে সিইও ফোরামের প্রথম বৈঠক।
|
৮.
|
ভারত-ব্রিটেন যৌথ আর্থিক বাণিজ্য কমিটির পুনর্গঠন। এটি সিইটিএ রূপায়ণে সহায়তা করবে এবং উভয় দেশের আর্থিক অগ্রগতি ত্বরান্বিত করবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।
|
৯.
|
কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে জলবায়ু প্রযুক্তি স্টার্ট-আপ তহবিলে যৌথ লগ্নি নিয়ে ব্রিটেন সরকার ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের মধ্যে মউ স্বাক্ষরিত। জলবায়ু প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে উদ্ভাবনমূলক শিল্পোদ্যোগীদের এটি সহায়তা করবে।
|
IV. জলবায়ু, স্বাস্থ্য ও গবেষণা
|
১০.
|
বায়ো-মেডিকেল রিসার্চ কেরিয়ার প্রোগ্রামের তৃতীয় পর্বের সূচনা।
|
|
১১.
|
অফশোর উইন্ড টাস্কফোর্স গঠন।
|
১২.
|
স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে আইসিএমআর এবং ব্রিটেনের এনআইএইচআর-এর মধ্যে সম্মতিপত্র।
|
SSS/MP/DM
(Release ID: 2177457)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam