প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ-এ মহিলাদের দলগত বিভাগে ট্রফিজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 18 FEB 2024 9:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ-এ মহিলাদের দলগত বিভাগে ট্রফি জিতে ইতিহাস গড়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শন করার জন্য নারী শক্তির প্রশংসাও করেছেন তিনি।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;

"এক ঐতিহাসিক সাফল্য ! 

অভিনন্দন অতুলনীয় ভারতীয় দলকে যারা এই প্রথম ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ-এ মহিলাদের দলগত বিভাগে ট্রফি জিতেছে। তাদের সাফল্য আগামী দিনের অ্যাথলিটদের অনুপ্রাণিত করবে। 

যেভাবে নারী শক্তি নানা ধরনের খেলায় কৃতিত্ব প্রদর্শন করছে তা কিংবদন্তির মতো।"        

 


SSS/AP/ab....


(Release ID: 2176682) Visitor Counter : 4